আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্বকাপ ও আর্জেন্টিনা (ক্লোজআপহাসি)

বাধঁ জোড়ার আওয়াজ > With Great Power, Comes Great Responsibility

আর্জেন্টিনা প্রথম ম্যাচ আইভরি কোস্ট এর সাথে খেলেছে , এর মান নিয়ে যথেষ্ট সন্দেহ করতেই হয় । কারণ এক তো হল আর্জেন্টিনা প্রাক্তন বিশ্বজয়ী । সেই সাথে বিশ্ববিখ্যাত খেলোয়াড় দিয়ে পরিবেষ্টিত । সেই সাথে তারাই বিশ্বের পাওয়ার ল্যাটিন ফুটবলের অন্যতম যোগ্য দাবীদার যার সাথে ব্রাজিল এর যোগসূত্র আছে । আর অন্য দিকে বিপক্ষ দল আইভরি কোস্ট এর হিস্টোরি নাই বললাম ।

তেমন উল্লেখযোগ্য নয় । সুতরাং এত অংশ বিবেচনা সাপেক্ষে গোল না হোক । নেদারল্যান্ড এর মত চাপে তো রাখতে পারতো । উলটা নিজেরাই পরে গেল ড্রগবার চাপে । এটা ঠিক ড্রগবা 6 ফুট লম্বা এই মানবের সাথে হযতো কষ্ট হবে লড়তে ।

এই বলে তারাই চাপেঁ পড়বে এটা ধারণা করতে কষ্ট হয় । যাই হোক ড্রগবারা সুযোগের সদ্য্ববহার করতে পারে নাই । যতটা পেরেছে আর্জেন্টিনা । আর গোল দুটিই এসেছে পুরনো খেলোয়াড় ক্রেসপো ও সাভিওলার কাছ থেকে । আর রিখোয়েলেমও ভাল খেলেছে , বিশেষ গোল দু'টির পেছনে রিকোয়েলেমেরই হাত নয় পা আছে ।

অথর্াত তার দেওয়া পাসেই হয়েছে । দলের অনেক ভুল পাস হয়েছে, যেটা কোন ভাবেই গ্রহণ যোগ্য নয় যেহেতু সংখ্যাটা প্রচুর । বিপক্ষ দলের খেলোয়াড়কে তারা তেমন বল নিয়ে ভরকাতে পারেনি । অথার্ত কোন মারাত্নক ড্রিবলিং করতে পারে নাই । কিন্তু একটা জিনিস খেয়াল করেছি ।

যখনই আর্জেন্টিনা কোন ফ্রি কিক পেনালিট বক্স এর আসে পাশে পেয়েছে , এমনি আইভরি কোস্ট এর খেলোয়াড়রা রেফারির কাছে হাত জোড় করে মিনতি করছে, যেন তা না করা হয় । আর কিকটি করছে রিকোয়েলেম , এতেই বোঝা গেল, এদের একটু ভয় আছে, আর্জেন্টিনার রিকোয়েলেমের উপর বিশেষ করে যখন ফ্রি কিক নেয়, পেনালিট বক্সের আসে পাশে । তা ছাড়া আরও অনেক ঘটনা ঘটেছে, যারা টিভিতে দেখেছেন, তারা তো জানেনই । বলতে গেলে আর্জেন্টিনার সৌভাগ্য আর আইভরি কোস্ট এর দূভার্গ্য বলা যায় । আনুষঙ্গিক::::: অন্য দিকে অস্ট্রেলিয়া ক্রিকেট বিশ্বতো মাতিয়েছিই সেই সাথে কাউন্ডার এট্যাক ফুটবল খেলে জাপানকেও মারাত্নক ভাবে কাবু করেছে ।

এই খেলায় জাপানকে না বলে অস্ট্রেলিয়াকেই ফেভারিট বলা যায়, কারণ প্রথম থেকেই তারা চাপে রাখছিল, সুযোগগুলি মিস করছিল, আর পড়ে দু'টি চানস পেয়ে যায় ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.