আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্বকাপ খেলা পর্ব-1 ইকুয়েডর এর সম্ভাবনা আর পোল্যান্ড এর দুভর্াবনা

বাধঁ জোড়ার আওয়াজ > With Great Power, Comes Great Responsibility

গতকালকে বিশ্বকাপ এর প্রথম ম্যাচে জামার্নির 4ঃ2 গোলে জয় লাভ কোস্টারিকার বিরুদ্ধে । বলতে গেলে কোস্টারিকা একেবারে হার মানে নি মোটামোটি প্রতিরোধ এরা গড়ে তুলেছে । যতই হোক প্রাক্তন বিশ্বকাপ জয়ী দলের সাথে লড়াই বলে কথা । দ্্বিতীয় ম্যাচে ইকুয়েডর খেলেছে পোল্যান্ড এর বিরুদ্ধে এবং ইকুয়েডর 2ঃ0 গোলে জয়লাভ করেছে । পোল্যান্ড এর সুযোগ হয়েছিল গোল দেবার, তবে হাতে গোনা এবং তার সদ্্বব্যহার করার জন্য মারাডোনা, পেলে লাগত ।

যাই হোক পোল্যান্ড এর পারফরমেনস খুব বাজে ছিল । বিঃ দ্রঃ পোল্যান্ড বিশ্বকাপ জয় তো দূরের কথা দ্্বিতীয় রাউন্ডেই উঠতে পারবে না । ইকুয়েডর এবং কোস্টারিকা থেকে এক দল উঠতে পারে । কারণ দুই দলের মান প্রায় এক । আর জামার্নি দ্্বিতীয় রাউন্ডে উঠে গেছে বলে ধরা যায় ।

1ম ছবিটা ইকুয়েডর এর দেয়া প্রথম গোল এর । 2য় ছবিটা ইকুয়েডর এর দেয়া দ্্বিতীয় গোল এর ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.