আমি অগোছালো শব্দের কুন্ডলি, আমি ভালোবাসতে পারি, মায়ের মুখের জন্য ছিনিয়ে আনতে পারি হাসি, আমি ছিনিয়ে আনতে পারি মানচিএ, গড়তে পারি দেশ। যদিও বা আমি অগোছালো শব্দের কুন্ডলি। ছুঁয়ে দেখো আমায়; আমি অগোছালো শব্দের কুন্ডলি, আমি ভালোবাসতে পারি।।
নিজের দেশ, নিজের ভাষা, নিজস্ব সংস্কৃতির প্রতি ভালোবাসার একটি মূর্ত প্রকাশ ঘটে যে কোন কিছু উপসহাপনের মাধ্যমেই। নিজস্ব কৃষ্টি ও সংস্কৃতিকে তুলে ধরার মধ্য দিয়ে আমার সোনার বাংলার চিএকে কতটুকু গোটা বিশ্বের মাঝে উপসহাপন বা পরিচিত করতে পারি !! বেশ কিছু ওয়েবসাইট আছে এই বাংলাকে, বাংলার সংস্কৃতিকে তুলে ধরার জন্য। কিন্তু ইউনিকোড ব্যবহার করে বাংলা ভাষায় ওয়েবসাইট একেবারে নাই বললেই চলে। এখানে কিছু ওয়েবসাইটের ঠিকানা দেয়া হলো, যেখান থেকে জানা যাবে অসংখ্য বাংলা প্রবন্ধ, বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, বাংলাদেশের খাবার, বিনোদন, ফ্যাশন, নাটক, গল্প, বাংলাদেশের জাতীয় সংগীত, চলচ্চিএ, যাএা, নৃত্য, সংবাদ, খেলাধুলা, প্রযুক্তি, ভৌগলিক অবসহান, ভৌগলিক ইতিহাস, জনগণ, অর্থনীতি, দেশের উৎসব, সাহিত্য, তৈলচিএ, পোশাক, জাতীয় পতাকা, সংবিধান, রাজধানী, মুক্তিযুদ্ধ, মূদ্রা, শিক্ষা, ভাষা, ধর্ম, শিল্প, মেলা, ভ্রমন, কেনাকাটা, পশুপাখি, জীবনযাএা, রাজনীতি ইত্যাদি।
সাইটগুলোর ঠিকানা ঃ
http://www.bangladesh.com
http://www.banglapedia.net
http://www.bangladeshmuseum.org
http://www.bangladeshinfo.com
http://www.webbangladesh.com
http://www.bangla2000.com http://www.drik.net
http://www.bangladeshshowbiz.com
http://www.discoverybangladesh.com
http://www.virtualbangladesh.com
http://www.bangladesh.gov.bd
http://www.wikipedia.org
http://www.bn.wikipedia.org
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।