টাইপিং করতে আমার একদম ই ভালো লাগে না! তাই পড়ি বেশি !! কিন্তু আজ লিখতে বসলাম বিবেকের কাছে প্রশ্নবিদ্ধ হলাম বলে। আমি বাংলাদেশ এর অধিবাসী, আমার ফুসফুসে বাংলার বাতাসের অক্সিজেন (সাথে কার্বন ডাই অক্সাইড ও থাকতে পারে) প্রবাহিত, ৪১ বছর আগের ‘নবাগত’ সূর্য আজ বাংলার আকাশে প্রদীপ্তমান (যদিও রাত বলে এখন আকাশে চাদের আলো) । বাংলার সূর্যের আলো দিয়ে আমি আমার দু চোখ উন্মিলীত করে দর্শন ক্রিয়া সম্পাদন করি, আর মনে মনে বলি ‘ বাহ… আমি বাঙ্গালি, আমি গর্বিত,আমি বাঙ্গালী ‘!! কিন্তু আমার মনের স্বতস্ফুর্ত এই বানীর মর্যাদা আমি কতটুকু রাখতে পারলাম!! চলুন এগিয়ে যাই , আর আমার কৃতকার্যের মূল্যায়ন করি…
আমি ক্রিকেটের দারুন ভক্ত ! বাংলাদেশ আমার প্রিয় দল ! কোন টুর্নামেন্ট এ বাংলাদেশ না থাকলে আমার দ্বিতীয় পছন্দ থাকত পাকিস্তান!!! তাই ফেসবুক এ পাকিস্তান এর সাপোর্টারদের একটি পেজ এ আমার ‘মহামুল্যবান’ একটি ‘লাইক” দেয়া ছিল। ! এবং এই পেজ এর একটি পোস্ট নিয়ে আমার এই টিউন রচনা __
চলুন দেখে নেই ঐ পেজ এর পাকিস্তানি এডমিন কর্তৃক করা পোস্ট টি___
===================================
Dear Bangladesh Board please stop fighting! You are fighting without any reason.
PAK vs BAN :- ( Odi stats )
Matches : 30
Won by Bangladesh : 1
Won by Pakistan : 29 #
DEBATE FINISHED
First raise your standard of cricket then ask for our players :-)
===================================
এই পোস্ট টির রিপ্লাই এ আমি কমেন্ট দিলাম। কমেন্ট টি এই রকম__
+++++++++++++++++++++++++++++++++++++
In 1971, only , only, only a match was played,test match!
Matches : 001
Won by Bangladesh : 1
Won by Pakistan : 0
DEBATE FINISHED
when a match results the history of pride to be changed, then upgrade your sense of morality,sense of humanity,sense of a dignity!…………
++++++++++++++++++++++++++++++++++++++
তারপরের কাহিনীটা মজার বলা যায়! আমি কমেন্ট দেয়ার ৫ মিনিট পর চিন্তা করলাম,এতো কিছু যে লিখলাম পরে যদি ওরা আমার বাসায় বোমা মারে!! :p যাক!! আমার মস্তিষ্কে চিন্তার ভীষণ ঝড় তুলে সিদ্ধান্ত নিলাম, ‘বোমা টোমা খাইয়া না মরাই ভালো, একটা কমেন্ট ই তো!!! ডিলিট কইরাই দেই”" !!!!
ডিলিট করে দিলাম।
সাথে সাথে বিবেক আমাকে প্রশ্ন করলো… ”এটাই কি স্বাধীনতা? ভালই তো বললে , ১৯৭১ সালে জীত হয়েছ! কোথায়!!!! কোথায়!! কোথায় তোমার বাক স্বাধীনতা,হা? নিজের চাওয়া টুকু বলতে তুমি কেন নিস্পৃহ! অন্যায় দেখে তুমি কেন চুপ! কেন অত্যাচারের বিরুদ্ধে তোমার কন্ঠ বজ্রনীণাদ হয়ে বাজে না প্রতিটি তরুনের বুকে! নিজের ব্যক্তিস্বার্থ লাভে কেনো হাজার মানুষের মাঝে তুমি একা বাচতে চাও?? !!!___”"
ভীষণ লজ্জিত হয়ে পরলাম আমি! (নিজেকে এই বলে সাপোর্ট করলাম যে , তুমি !শিক্ষিত! ছেলে!! বাংলাদেশি হিসেবে এই ছোট-খাট ব্যাপার নিয়ে তোমার মাথা ঘামানো ঠিক নয়!)
আর কথা বলব না! চলুন মূল কথায় ফিরে যাই। ( হাসি দিয়ে
) আমার কথার যৌক্তিকতা নিয়ে কথা বলি চলুন। যেখানে আমি একটি কমেন্ট করে বোমা ‘পান’ করার ভয়ে শঙ্কিত ,সেখানে বাংলাদেশ দল এবং মিঃ পাপন স্ব-শরীরে পাকিস্তান ভ্রমণ করার ব্যাপারে শঙ্কিত হবার ব্যাপারটা অস্বাভাবিক কিছু নয়। তারা সঠিক সিদ্ধান্তটাই নিয়েছেন
অতঃপর,__
আমি আমার বিবেকের কাছে পরাজিত !! ওটাকে কি পরাজয় বলে!! :p
না! না! মুক্তরক্তবাহী লাখো শহীদদের রক্ত যার প্রতিটি শিরায় বইছে , যাদের কন্ঠের দৃপ্ত বানী আর সাহস ,কামানের গর্জনকে থামিয়ে দিয়েছে তাদের বংশধর কি পরাজিত হতে পারে?
আমি জয়ী! কিভাবে? আমি ওখানে আবার আমার কমেন্ট টি স্থাপন করলাম! আর দেখলাম আমার সমালোচক এবং আমার পক্ষদলের দ্বন্দ্ব!
কি দারুন কৌতুক ! তাই না। তাই তো! আমরা ত সবাই কৌতুক দলের অভিণেতা! তাই নয় কি??
মানছেন না? তাহলে মানুন!! আর নিজেকে লুকিয়ে রাখবেন না,নিজের তরুণ অন্তস্বত্ব জাগিয়ে তুলুন, রুখে দাড়ান,আপনার বানী যেন শত তরুণের মনের ধ্বনি হয়ে ঝঙ্কৃত হয় অমর বানী হয়ে আর গর্বের সাথে বুকে হাত রেখে বলুন “আমি বাঙ্গালি, আমি গর্বিত,আমি বাঙ্গালী ‘!!” নিজের বক্তব্য এবং মন্তব্য জানাতে দ্বিধা করবেন না! আমাকে ফেসবুক এ খুজে পেতে পারেন এখানে ক্লিক করে!
পোস্ট টি পড়ার জন্য ধন্যবাদ গ্রহণ করুন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।