আমাদের কথা খুঁজে নিন

   

নদীর পাড়ের সেই রাত

পরির্বতনের সময় এখন....

ঔ দূরে তারার ন্যায় ছোট ছোট আলো গুলো দুলছে আর দুলছে। আমি চেয়ে আছি সেই আলোর পানে........হঠাৎ হঠাৎ আলো গুলো ক্ষনিকের জন্য মিলিয়ে যাচ্ছে .......আবার চোখের সামনে ভেসে উঠছে। দেখা যাচ্ছে অদূবে নৌকা আর জেলেদের ছায়া, যারা অনবরত জাল টেনে যাচ্ছে....... শুনশান নিরবতায় শুধু ঝিঝি পোকার ঝিঁ ঝিঁ ঝিঁ......শব্দ আর নদীর তীরে আছড়ে পড়া পানির ছলাৎ ছলাৎ..........শব্দ। সত্যি অভাবণীয় এক পরিবেশর সৃষ্টি করেছে। সেই সাথে সি্নগ্দ মৃদুমন্দ বাতাস শরীর মন দুটোই জুড়িয়ে দিচ্ছে।

আর শরীর মন জুড়ানো বাতাসের মাঝে ইচ্ছে হলো নৌকায় চড়ার। কিন্তু ইচ্ছে থাকা স্বত্বেও বড় কোন নৌকা না পাওয়ায় এই ইচ্ছেটা অন্তত সেই মুহুর্তে ত্যাগ করতে হলো। ইস আজ পূর্ণিমা হলো আরো ভালো হতো। কিন্তু না, আজ অমাবশ্যা। ঐ আকাশে আজ শত খুজেও চাঁদকে পাওয়া যাবে না।

আর তাই........ বসে আছি মেঘনা নদীর পাড়ে গভীর রাত্রিতে,সাথে আমার দুই বন্ধু। বসে থাকতে থাকতে গুন গুন করে গান গাইতে শুরু করলাম (যদিও গানের গলা বিশ্রীর চরম পর্যায়ে তথাপি এমন মুহুর্তে ......)। কখনো ওরা সুর মেলালো সমস্বরে। যেখানে নেই শহরের কোন কোলাহল ,নেই বিজলী বাতি,নেই কোন রঙ্গ-বেরঙ্গের ছড়াছড়ি । সময় গড়িয়ে যাচ্ছে, সেই সাথে রাতও গড়িয়ে কখন যে 3.00 টা বেজে গেছে সেই দিকে কারো খেয়াল ছিলো না।

আর যখনই খেয়াল হলো তখন অনিচ্ছা সত্বেও সেই স্থান ত্যাগ করে নিদ্রার জন্য বসতির দিকে হন্টন শুরু করলাম।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.