বন্ধুরা আজকে আমি আপনাদের খুব কাজের একটি পোস্ট শেয়ার করবো । আপনারা দেখে থাকবেন আমার গুগল + এ আমার ব্লগ এর সকল পোস্ট গুল আছে এর কারণ আমি যখুনি কোন পোস্ট করি সেটা Automatically শেয়ার হয়ে যাই সেই কারনে । তাছাড়া দেখে থাকবেন আমি জখুনি কোন পোস্ট করে থাকি তখুনি টুটার বা ফেসবুক এ Automatically শেয়ার হয়ে যাই । আশাকরি ব্যাপার টি পরিস্কার বুজতে পারলেন । এটা খুবি দরকারি একটি জিনিস কারণ যত দিন যাছে গুগল + এ জন্য প্রিয়তা দেড়েই চলেছে অন্যান্য সোশ্যাল সাইট গুলর মতো ।
তাহলে বুজতে পারছেন এটা কতটা কাজের জিনিস । তাহলে আর বেশি কথা না বলে দেখে নিন এটা কে কিভাবে করবেন । নীচের টিপস গুল একটু লক্ষ করুন ।
১) প্রথমে আপনার ব্লগ লগ ইন করুন তারপর ড্যাশবোর্ড থেকে Blogger Option এ ক্লিক করুন এবং Revert google + এ ক্লিক করে google + টি কে ব্লগার এর সাথে connected করে নিন ( তবে যাদের আগে থেকে এই স্টেপ করা আছে তাদের এটা আর দরকার হবে না তাঁরা ২ স্টেপ লক্ষ করুন ), নীচের চিত্রে দেখুন ।
২) এবার ড্যাশবোর্ড এ যান এবং Google + এ ক্লিক করুন তারপর Automatically Share After Posting এ ঠিক দিয়ে দিন ।
ব্যাস হয়ে গেল । নীচের চিত্রে দেখুন ।
৩) আপনার কাজ শেষ । এবার যখুনি আপনি কোন পোস্ট করবেন তখুনি Automatically Google + এ পোস্ট শেয়ার হয়ে যাবে ।
* কি কাজটি খুব সোজা না ।
ভাল লাগলে কমেন্ট করে জানাবেন । আর কোন ভুল হলে দেখিয়ে দেবেন । তাহলে আজকের মতো এই পর্যন্ত ভাল থাকবেন সুস্থ থাকবেন । আল্লাহ্ হাফেজ ।
* আমার দ্বারা পূর্বে প্রকাশিত এখানে সময় পেলে ঘুরে আসুন ।
* আমার ব্লগ এখানে এখানে ব্লগার নিয়ে নতুন নতুন পোস্ট হয় সব গুল পিসি হেল্প লাইন বিডি তে দিতে পারি না । তাই আপনার আমার ব্লগ ভিজিট করতে পারেন ।
* আমার ফেসবুক ফ্যান পেজ এখানে সময় পেলে ঘুরে আসুন ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।