আমাদের কথা খুঁজে নিন

   

Google Chrome থেকে কিভাবে Delta search রিমুভ করবেন

আসসালামুয়ালাইকুম। কেমন আছেন সবাই, আশারাখি ভালো আছেন। গত ১৮ সেপ্টঃ টিউন করছিলাম কিভাবে Firefox থেকে Delta search রিমুভ করতে হয় আর আজকে আলোচনা করব কিভাবে Google chrome থেকে ডেল্টা রিমুভ করতে হয়. স্টেপঃ১ Controll panel থেকে Delta আনইন্সটল করে দিন। Start Button >>Control Panel>>Programs>>Uninstall a program>>Delta Search>>Right Click>>Uninstall
স্টেপঃ২ Google chrome ওপেন করে address বারের ডানে Customize and control বাটনে ক্লিক করে নিচের দিকে দেখবেন Settings আছে সেখানে ক্লিক করুন, এবার বাম পাশের মেনুবার থেকে Extensions এর উপর ক্লিক করলে যে তালিকা আসবে সেখান থেকে Delta add-ons টি খুজে বের করে তার ডান পাশ থেকে রিমুভ করে দিন। স্টেপঃ৩ বাম পাশের মেনুবার থেকে ক্লিক করুন Settings এ।

এবং ডান পাশে দেখুন On Startup এর নিচের দিকে set pages বাটন আছে, এই বাটনে ক্লিক করে Delta search এর url ডিলেট করে ওকে করুন। এখানে আপনি ইচ্ছা করলে অন্য কোন url দিতে পারেন। স্টেপঃ৪ এরপর দেখুন Set pages এর নিচে Appearance আছে, এই Appearance এর নিচে দেখুন Change বাটন আছে, ক্লিক করে Delta URL টা ডিলেট করে দিন এবং Ok করে বেরিয়ে আসুন।
স্টেপঃ৫ এর পর settings এর অধীনে ডান পাশে Search থেকে ক্লিক করুন Manage search engines এর উপর তাহলে দেখবেন search engine বক্স আসবে সেখানে delta search এর উপর মাউস রাখলে ডান পাশে ক্রোস চিহ্ন দেখতে পাবেন। ক্রোস চিহ্ন তে ক্লিক করে Done করে বেরিয়ে আসুন।


এরপর Google Chrome রি-স্টার্ট দিন। দেখবেন Delta রিমুভ হয়ে গেছে। ভুল হলে ক্ষমা করবেন, ভালো লাগলে কমেন্ট করবেন। Plz
 

সোর্স: http://www.techtunes.com.bd/     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.