আমাদের কথা খুঁজে নিন

   

ফটোশপে সহজে ছবির চারপাশে যোকোন রঙের বর্ডার দিন যে কোন সাইজের

আমরা প্রফেশনালী অনেক কজেই ছবির চারপাশে বর্ডর দেই৤ দিতে গিয়ে Rectangle টুল দ্বারা সহজে সুন্দর ভাবে দিতে পারে না৤ আমি যে পদ্ধতি আজ দেখাবো মনে হয়না তার থেকে স্জো আর কোন পদ্ধতি হতে পারে না৤
>>> ফটোশপে যে ছবির চারপাশে বর্ডার দিতে চান তা ওপেন করুন৤

>>> পুরো ছবিটি সিলেক্ট করার জন্য Ctrl+A চাপুন অথবা মেনু থকে  Select -> All সিলেক্ট করুন৤
>>> মেনু থেকে ‍Select -> Modify -> Border এ সিলেক্ট করুন৤
>>> যে বক্স আসবে তাতে বর্ডারের সাইজ আপনার পছন্দমত বসিয়ে দিন৤ সাধারনত পাসপোর্ট সাইজ বা ছোট আকারের ছবির জন্য Border Selection এ Width এর মান 1 pixels দিতে হয়৤
>>> এবার Background Colour কালো নির্বাচন করুন৤ সহজে Background Colour কালো নির্বাচন করার জন্য কী-বোর্ডের D বাটন প্রেস করে X বাটন প্রেস করুন৤
>>> কী বোর্ডের Delete বাটন প্রেস করুন৤ অথবা মেনু থেকে Edit -> Fill সিলেক্ট করুন৤
>>> যে বক্স আসবে তাতে Use: Background Colour নির্বাচন করুন৤
>>> কী-বোর্ড থেকে Enter প্রেস করুন অথবা OK নির্বাচন করুন৤
>>> Ctrl+D প্রেস করে ডিসিলেক্ট করুনঅ অথবা ‍Select -> Deselect নির্বাচন করুন৤
দেখুন আপনর কাঙ্খিত ছবির চারপাশে কি নিখুতভাবে একটি বর্ডার ক্রিয়েট হয়েছে৤
এভাবে যেকোন রঙ্গের এবং যেকোন সাইজের বর্ডার ক্রিয়েট করতে পারেন৤
সবাইকে ধন্যবাদ

সোর্স: http://www.techtunes.com.bd/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.