সীমান্তবর্তী জমির দখল ও বন্যার্তদের ত্রাণসামগ্রীর ভাগবাটোয়ারা নিয়ে বিরোধের জের ধরে শনিবার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দূর্গম চরাঞ্চল নারায়নপুরে দু'পক্ষের সংঘর্ষে আহত আরও ১জন আজ রোববার মৃত্যুবরণ করেছে।
মৃত ব্যক্তি হচ্ছে, নারায়নপুর ইউনিয়নের জাউনিয়া বাঘপাড়া গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে আখতারুজ্জামান বদর ওরফে পটল (৪৮)।
আজ রোববার ভোররাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। এনিয়ে এই সংঘর্ষে দু'জনের মৃত্যুর ঘটনা ঘটলো।
এদিকে গতকাল শনিবার নিহত নুরুল ইসলামের লাশ ভারত থেকে শনিবার রাতে দেশে আনা হয়েছে বলে জানাগেছে। দু'জনের মৃতদেহ উদ্ধারের জন্য সদর মডেল থানার ওসি এসএম বজলুর রশিদ নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে রওনা দিয়েছে। এঘটনায় এখন পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।
তবে নিহত নুরুল ইসলামের ভাই দুরুল ইসলাম জানান, আজ রোববার থানায় মামলা দায়ের করা হবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।