যুক্তি,তথ্য,কমন সেন্স এবং প্রমাণের উপর বিশ্বাস রাখি
আমি প্রায়ই লক্ষ্য করেছি আমরা বেশিরভাগ ব্লগাররা যখন কোন কিছু লিখি তখন ভুল তথ্য দিই। কোন কিছু লেখার আগে অন্ধের মত না লিখে আমাদের উচিৎ তথ্যগুলো যাচাই বাছাই করে নেয়া কারন এর দ্বায়দায়িত্ব কিন্তু আপনার। আপনার দেয়া তথয়ের ভিত্তিতে কিন্তু অনেক কিছু ঘটে যেতে পারে। তাই আমাদের খুব সাবধান হতে হবে। তথ্য পাবার সবচেয়ে বড় এবং সহজ উপায় হল ইন্টারনেট আর ইন্টারনেট মানেই গুগল।
আর যেকোন তথ্যের সহজ এবং গ্রহনযোগ্য এবং বিশ্বাসযোগ্য জায়গা হচ্ছে উইকিপিডিয়া। আপনি যে বিষয়ে জানতে চান সেটা লিখে সার্চ দিলেই বেশিরভাগ সময় উইকিপিডিয়াতে কিছু না কিছু থাকেই। চেস্টা করুন এখানকার তথ্যগুলো নেয়ার জন্য। তবে আরো নিশ্চিত হবার জন্য পাশাপাশি অন্যান্য সাইট গুলো ভিসিট করুন। এবার সবগুলো দেখুন এবং মিলিয়ে নিন আপনার পাওয়া তথ্যের সাথে।
না মিললে ওয়েবে যে তথ্য আছে সেখান থেকে তুলে দিন। উইকিপিডিয়া আসলে একটি অনলাইন এনসাইক্লোপিডিয়া। বিশ্ব তথ্যকোষ। এখানকার তথ্যগুলো খুব শক্তিশালি এবং অনেক উপাত্ত সহ দেয়া থাকে যার ফলে এখানকার তথ্যগুলো প্রায় সত্য তবে মাঝে মাঝে আপগ্রেড থাকেনা। হয়তো আপনার দরকার ২০১২সাল পর্যন্ত তথ্য কিন্তু উইকিপিডিয়াতে আছে ২০১০সাল পর্যন্ত সেক্ষেত্রে আপনি অন্য সাইটগুলো থেকে লেটেস্ট তথ্য পেতে পারেন।
সেগুলো বেশ কয়েকটা সাইট দেখে ভেরিফাই করে নিন। মনে রাখবেন ভুল তথ্য দেয়ার চেয়ে না দেয়াই ভাল আর না হলে উইকিপিডিয়ার তথ্য দিয়ে দিন আর পাশে সাল উল্লেখ করুন তাতে বিভ্রান্তি কমবে সাথে এটাও মনে রাখুন ২০১০ থেকে ২০১২ বা ২০১৩সালের তথ্যের পার্থক্য হতে পারে তাই অনেক কিছুই চেঞ্জ হয়ে যাবে। সব সময় চেস্টা করুন একদম আপগ্রেড লেটেস্ট তথ্য পাঠক কে দেয়ার জন্য। আপনার কাছ থেকে আমরা জানবো তাই সেই জানাটা যাতে ভুল না হয়।
চেস্টা করুণ বাংলা বা ইংরেজী অনলাইন পত্রিকা পড়তে।
দৈনিক পত্রিকাগুলোরও সব অনলাইন ভার্সন আছে সেগুলো পড়লেও আপনি অনেক কিছু জানতে পারবেন। আপনি ব্লগে লেখার পর অনেকেই হয়তো আপনার কোন ভুল তথ্য জানিয়ে সঠিক তথ্য আপনাকে জানাতে পারে। এগুলো লক্ষ্য করুন এবং এডিট করে পাঠকের সঠিক তথ্য আপনার লেখাতে ঠিক করে নিন। এখানে লজ্জা পাবার কিছু নাই। মানুষ সব জিনিস জানবে না।
যদিও আপনাকে খুব কেয়ারফুল থাকতে হবে ব্লগে দেয়ার তথ্যের উপর কিন্তু এর পরেও যদি কিছু ভুল হয় আর কোন পাঠক ঠিক করে দেয় তাহলে লজ্জা না পেয়ে বরং ধন্যবাদ দিয়ে পাঠকের সঠিক তথ্য গ্রহন করুন। আমি এই ব্লগে যেটা দেখেছি যে খুব খারাপ লাগলেও সত্য যে বেশিরভাগ দেয়া তথ্যে ভুল থাকে। এমনও দেখা যায় যে কেউ একজন একটি দেশ সম্পর্কে লিখেছেন কিন্তু তার দেয়া ৮০% তথ্যই ভুল। আমরা পাঠকরা সেই ভুলটাই শিখছি। আবার কেউ ভুলটা ধরিয়ে দিলেও সেটা ব্লগার সংশোধন করছে না।
এমনকি নিজের দেশ বাংলাদেশ সম্পর্কে লেখাও ভুল লিখছেন যেখানে আবার বেশিরভাগই ভুল। আমাদের পাঠকদেরো সচেতন হতে হবে এ বিষয়ে। সঠিক তথ্যের বিষয়টি সব ক্ষেত্রেই ঠিক রাখতে হবে সেটা একজন মানুষ হতে পারে,কিংবা একটা বই,দেশ,রাজনীতি,সংস্কৃতি,ধর্ম যাই হোক না কেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।