আমাদের কথা খুঁজে নিন

   

আমি নাকি তোমার নারি ছেরা ধন ?

আমি এক ডানা মেলে উড়ে বেড়ানো পাখি *১ম মাস* হ্যালো আম্মু! কেমন আছো তুমি? জানো আমি এখন ৩-৪ ইঞ্চি লম্বা হয়েছি! আমার না হাত পা সব হয়েছে! তোমার কথা শুনতে পাই। শুনতে খুব ভালো লাগে! তুমি কোনো চিন্তা কোরোনা আম্মু! আমি খুব ভালো আছি। *২য় মাস* জানো আম্মু! আমি না এখন আমার আঙ্গুল চুষা শিখেছি, তুমি এখন আমাকে দেখলে বেবি বলবে! *৩য় মাস* আম্মু তুমি জানো! আমি একটা মেয়ে! আমাকে দেখতে পরি পরি লাগে! তুমি আমাকে দেখলে খুব খুশি হবে! আচ্ছা মামনি! তুমি মাঝে মাঝে কাঁদো কেনো? তুমি কাঁদলে যে আমারো খুব কান্না পায়! *৪র্থ মাস* মামনি! আমার মাথায় না ছোট ছোট চুল গজিয়েছে, আমি এখন হাত পা নাড়তে পারি। অনেক কিছুই করতে পারি। *৫ম মাস* আম্মু! তুমি ডক্টরের কাছে কেনো গিয়েছিলে? কি কথা বলেছিলে? আমি তার কথা শুনতে পারিনি, আমি তোমার কথা ছাড়া আর কারো কথা শুনতে পারিনা। *৬ষ্ট মাস* মামনি! আমি অনেক ব্যাথা পাচ্ছি! ডক্টর আমার গায়ে কি যেনো সুচের মত ঢুকাচ্ছে! আম্মু ওদের থামতে বল, আমার খুব কষ্ট হচ্ছে! *৭ম মাস* আম্মু তুমি কেমন আছো? আমি এখন স্বর্গে আছি! একটা এঞ্জেল আমাকে নিয়ে এসেছে! ও বলেছে আমাকে এবরশন করা হয়েছে! আমাকে তুমি কেনো চাওনি মামনি? আমি নাকি তোমার নারি ছেরা ধন ? তাহলে কিকরে আমার এই পৃথিবীর সুখ থেকে বঞ্চিত করতে পারলে মামনি ? কিকরে ? প্রতিটা abortion মানে, একটা হাসি থেমে যাওয়া। দুটি হাত থেমে যাওয়া, যা আর কাউকে স্পর্শ করবেনা, দুটি চোখ বন্ধ হয়ে যাওয়া, যা এই সুন্দর পৃথীবি আর দেখবেনা! এবার নীজ বিবেক দিয়ে একটু ভেবে দেখুন কতই লোমহর্ষক এই বিষয়টা! সংরিহিত  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.