এজন্য স্মার্টফোনে থাকতে হবে অন্তত পাঁচ মেগাপিক্সেল ক্যামেরা। ১৫ এক্স ম্যাগনিফিকেশন হাই ফোকাস লেন্সটি লাগিয়ে ছোট আকৃতির কোনো জিনিসের বড় ছবি তোলা সম্ভব।
এ প্রকল্পটির জন্য কিকস্টার্টার ওয়েবসাইটের মাধ্যমে অর্থ সংগ্রহ করা হয়েছে। ক্যাম্পেইনে মাত্র ১৫ ডলারে পিফোন লেন্সটি বিক্রি করা হয়। লেন্সটি বহন করার জন্য সঙ্গে দেওয়া হবে একটি প্লাস্টিকের বক্স।
ল্যারসন বলেন, এ প্রকল্পে আমাদের যে লক্ষ ছিল, তা অর্জন করতে সময় লেগেছে মাত্র একদিন। ক্যাম্পেইনের মাধ্যমে পাঁচ হাজার ডলার সংগ্রহের লক্ষ্যমাত্রা থাকলেও তার ২০গুণ অর্থ সংগ্রহ হয়েছে।
ল্যারসন জানিয়েছেন, ভবিষ্যতে আমরা ১৫০ এক্স ক্ষমতাসম্পন্ন লেন্স তৈরি করব। এতে সূক্ষ বস্তুও শক্তিশালী মাইক্রোস্কোপের মতো ধরা পড়বে। অ্যান্ড্রয়েড ও আইওএস অপারেটিং সিস্টেমের স্মার্টফোনের পেছনে লেন্সটি লাগিয়ে মাইক্রোস্কোপের মতোই ব্যবহার করা যাবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।