এবার স্মার্টফোনে দেখা যাবে ঢাকার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকার মানচিত্র। সেই সঙ্গে যে কোনো এলাকায় গত কয়েক মাসে সংগঠিত অপরাধের তালিকাও পেয়ে যাবেন হাতের মুঠোই। 'অপরাধ মানচিত্র ঢাকা' নামে স্মার্টফোনের অ্যাপসটি তৈরি করেছেন মাইক্রোসফট বাংলাদেশে টেক. ইভ্যাঞ্জেলিস্ট তানজিম সাকীব। অ্যাপসটির ভাষা বাংলা। এর মাধ্যমে ব্যবহারকারী তার আশপাশের এলাকার গত জুলাই থেকে অক্টোবরে ঘটে যাওয়া অপরাধগুলোর তালিকা দেখতে পাবেন। ডিএমপি থেকে প্রাপ্ত তথ্যাবলী দিয়ে খুন, অপহরণ, ছিনতাই প্রভৃতি অভিযোগকৃত অপরাধ নিয়ে এটি তৈরি হয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।