আমাদের কথা খুঁজে নিন

   

স্মার্টফোনে ডাবল ড্রাগন ট্রিলজি

প্রযুক্তিসংবাদবিষয়ক সাইট টেকট্রি জানিয়েছে, ডাবল ড্রাগন সিরিজের গেইম আছে ৩টি, “ডাবল ড্রাগন, ড্রাবল ড্রাগন ২: দ্য রিভেঞ্জ, ডাবল ড্রাগন ৩: দ্য রোজেটা স্টোন”। ৩টি গেইমই পাওয়া যাবে একই অ্যাপে। আশি ও নব্বই আর্কেড গেইমের অনুভূতি বজায় রাখতে গেইমটি পুরনো ৮-বিটের সাইন্ড অপরিবর্তিত রেখেছে ডটইমু।
সবচেয়ে বড় পরিবর্তন এসেছে গেইমটির কন্ট্রোলে। টাচস্ক্রিনে ব্যবহারের উপযোগী করে নির্ধারণ করা হয়েছে গেইমটির কন্ট্রোল।

আর ‘ডিফিকাল্টি’ লেভেল আছে ৩টি; পুরানো গেইমের সঙ্গে মিল রেখে ‘অরিজিনাল’ লেভেল, মোবাইল গেইমারদের জন্য বিশেষায়িত ‘মোবাইল’ লেভেল এবং সর্বশেষ ‘এক্সপার্ট’। ব্লুটুথ সংযোগ দিয়ে ডাবল প্লেয়ার মোডেও খেলা যাবে গেইমটি।
অ্যান্ড্রয়েড এবং আইওএস প্লাটফর্মের স্মার্ট ডিভাইসে খেলা যাবে গেইমটি। তবে বিনামূল্যে নয়, গেইমটির খেলতে হবে গাঁটের পয়সা খরচ করেই। দাম পড়বে ২.৯৯ ডলার।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.