আমাদের কথা খুঁজে নিন

   

সেনাবাহিনীর নিয়ন্ত্রণে কেনিয়ার শপিং মল

নাইরোবির ওয়েস্টগেট শপিং মলের সম্পূর্ণ নিয়ন্ত্রণ কেনিয়ার সেনাবাহিনী নিয়েছে বলে জানিয়েছে কেনিয়ার নিরাপত্তা বাহিনী।

স্বরাষ্ট্রমন্ত্রনালয়ের এক সূত্র থেকে জানা যায়, আটকে যাওয়া মানুষের খোঁজে নিরাপত্তা বাহিনীর কয়েকটি দল মলটির প্রত্যেকটি তলায় অভিযান চালাচ্ছে। নিরাপত্তা বাহিনী বলছে, সব জিম্মিকেই এখন মুক্ত করা হয়েছে।

সন্দেহভাজন সোমালি জঙ্গিগোষ্ঠী আল-শাবাবের সদস্যদের এ হামলায় ৬০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে বলে সরাকারি সূ্ত্র জানায়। তবে রেডক্রসের হিসাবে, অন্তত ৬৯ জন নিহত এবং ৬০জনেরও বেশি এখনো নিখোঁজ।

অপরদিকে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এই হামলাকে 'জঘন্য' হিসেবে বর্ণনা করেছেন ওবামা। কেনিয়ার সাহায্যের জন্য যা কিছু দরকার সব কিছু করার জন্যও তিনি প্রতিশ্রুতি দেন।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.