লোডশেডিং জনগনের জন্য অত্যন্ত চমত্কার ও প্রয়োজনীয় বিষয় । এর উপকারীতা অপরীসীম । কারেন্ট চলে গেলে তাকে লোডশেডিং বলে ।
১. লোডশেডিং সমগ্র বই প্রকাশ
ইযে লোডশেডিং হয় আর আমাদের হা হুতাশা টলমল টলমল করে ঝরে পড়ে এইগুলো না ফেলে বাজার থেকে চমত্কার একটা খাতা এনে লিপিবদ্ধ করে ফেলুন ।
পরবর্তিতে লোডশেডিং সমগ্র নামে বই প্রকাশ করতে পারবেন ।
২. অফুরন্ত সময় । কাজে ফাঁকি ।
কম্পিউটারে কি কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছেন ? আপনার জন্য দয়ালু সরকার দিচ্ছে ফ্রি ফ্রি লোডশেডিং যার বদৌলতে আপনি পাবেন অফুরন্ত সময় । দিনে ১ ঘন্টাও কম সময় কাজ করবেন মাত্র ।
৩. ডিজিটাল দেশ নিয়ে চিন্তা
আজকাল তো আমরা ডিজিটাল যন্ত্রপাতী নিয়ে এতোটায় যে ব্যস্ত যে সোনার বাংলা যে কিরকম ডিজিটাল হয়েছে তা দেখতেই পারিনা ।
লোডশেডিং দিচ্ছে আপনাকে সে সুযোগ । চলুন প্রতি ক্লাসে ক্লাসে দেখুন একটা করে কম্পিউটার বই পাঠ্য করা হয়েছে ।
ডিজিটাল হতে আর কি লাগে ?
৪. প্যাচাল থেকে মুক্তি ।
বিদ্যুত্ থাকলে অনেকেই টিভি দেখেন । কেউ বিনুদিত হোন কেউবা বিরুক্ত ।
যারা বিরুক্ত হোন তারাতো বেশ বাচলেনই আর যারা বিনুদিত হোন তাদের জন্য আনন্দের বন্যা বইয়ে আনল লোডশেডিং ।
কি করে ?
ভারি সহজ ভাই । বিনুদন পেলে টিভি দেখেন ,টিভি দেখা চোখের জন্য বড্ড ক্ষতিকর ।
আপনি এটা থেকে বেচে গেলেন ।
৫. কানামাছি খেলার সুযোগ ।
কারেন্ট নাই ,কাজকর্মও নাই । আসুন সবাই কানামাছি খেলি । তবে একটু ডিজিটায়ন তো করতেই হয় খেলাটায় !নাহলে তো আবার ডিজিটাল দেশের ভারি চোট লাগে ।
যার চোখ বাঁধবেন তাকে এভাবে সংকেত দিবেন ,
0101010101
1010101010
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।