আমাদের কথা খুঁজে নিন

   

বরিশালে ট্রাকচাপায় মা-ছেলে নিহত

বরিশালের গৌরনদী উপজেলায় ট্রাকচাপায় মা ও ছেলের মৃত্যু হয়েছে। আজ দুপুর একটার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ইল্লা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- গৌরনদী উপজেলার মাহিলাড়া গ্রামের ব্যবসায়ী মো. কামাল বেপারীর স্ত্রী বিউটি বেগম (৩০) ও তাদের ছেলে ফেরদৌস (৩)।গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, আজ দুপুরে বিউটি বেগম তার শিশুপুত্র ফেরদৌসকে নিয়ে বাবার বাড়ি যাচ্ছিলেন। পথে ইল্লা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। নিহতদের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।