আমাদের কথা খুঁজে নিন

   

আদিবাসী তরুণীকে ধর্ষণের মামলায় তিনজনের ফাঁসি

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় এক আদিবাসী তরুণীকে গণধর্ষণের মামলায় তিন যুবককে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার বিকেলে আসামিদের উপস্থিতিতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর ভারপ্রাপ্ত বিচারক মো. রেজাউল করিম এই রায় দেন।

দণ্ডাদেশ পাওয়া যুবকেরা হলেন কামাল উদ্দিন, ইকবাল হোসেন ও সুমন ওরফে রবি দাশ। বিচারক প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করেন এবং ওই টাকা আদিবাসী তরুণীকে দেওয়ার নির্দেশ দেন। দণ্ডাদেশ পাওয়া তিনজনেরই বাড়ি রাঙ্গুনিয়ায়।



রায় ঘোষণার পর কারাগারে নিয়ে যাওয়ার পথে কান্নায় ভেঙে পড়েন অভিযুক্ত যুবকেরা। তাঁরা নিজেদের নির্দোষ দাবি করেন।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি এম এ নাছের প্রথম আলো ডটকমকে বলেন, ‘২০১২ সালের ৮ জানুয়ারি রাঙ্গুনিয়ার রানীরহাট বাজার থেকে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ওই আদিবাসী তরুণীকে গাড়িতে করে নগরে নিয়ে আসেন দণ্ডিত ব্যক্তিরা। পরে পাঁচলাইশের একটি বাসায় আটকে রেখে তাঁরা তাঁকে ধর্ষণ করেন। খবর পেয়ে পুলিশ ওই তরুণীকে উদ্ধার করে।

এ ঘটনায় তরুণী বাদী হয়ে রাঙ্গুনিয়া থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন। একই বছরের ৯ মার্চ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। আটজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত রায় দেন।

রায়ে সন্তোষ প্রকাশ করে বাদীর আইনজীবী মোহাম্মদ ইদ্রিস বলেন, এ রায়ে তাঁরা সন্তুষ্ট।

তাঁরা আশা করেন উচ্চ আদালতেও এই রায় বহাল থাকবে।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.