গার্মেন্টসের অধিকাংশ মালিকই শ্রমিকদের বেশি বেতন দিতে চান না, কারন একটা বিরাট সংখ্যক গার্মেন্টস মালিকের ক্যানাডা, মালয়েশিয়া বা আমেরিকায় বাড়ি এবং পরিবার আছে এবং তাদের জন্য তাদেরকে অনেক টাকা (ডলারে রিঙ্গিতে) খরচ করতে হয় । এর বাইরে দেশের পরিবারের জন্য খরভ তো আছেই । তাদেরকে দেশী বিদেশী এই সবগুলি পরিবারের যাবতীয় খরচ এই গার্মেন্টস থেকেই আয় করতে হয় ।
বিদেশী ক্রেতারা যদি একটা নিয়ম করেন যে, যে সব মালিকের বিদেশে কোন বাড়ি, সন্তান বা পরিবার নেই শুধু মাত্র সেই সব গার্মেন্টস থেকে পোষাক কিনবেন, তাহলে সব সমস্যার সমাধান হয়ে যায় । কারন এদেশী মালিকেরা শ্রমিকদের উপযুক্ত মজুরী দিয়েও লাভ করে টিকে থাকতে পারবেন ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।