নিজেকে জানার চেষ্টা চলছে । কখনো জানতে পারলে বলবো । অনেক হয়েছে। আমরা অন্ধ না। আমরা দেখেছি।
কিন্তু আমরা আর লাশের রাজনীতি দেখতে চাই না।
সকালে বিএনপির মাননীয় দুদু বলেছিলেন, সাভারে মর্মান্তিক দুর্ঘটনার কারণে সেখানে হরতাল 'শিথিল' (!!!) করা হয়েছে।
রাতে আওয়ামীলীগের মাননীয় মখা আলমগীর বিবিসিকে বলেছেন, 'কিছু হরতাল সমর্থক ভবনটির ফাটল ধরা দেয়ালের বিভিন্ন স্তম্ভ এবং গেট ধরে নাড়াচাড়া করেছে বলে তিনি জানতে পেরেছেন। তিনি বলেন, ভবনটি ধসে পড়ার পেছনে সেটাও একটি সম্ভাব্য কারণ হতে পারে। (!!!!!!)' Click This Link
এখন আমরা জনগণ বলছি, লাশ নিয়ে রাজনীতি বন্ধ করুন।
মৃত্যু ও হত্যা নিয়ে রাজনীতি বন্ধ করুন। সবকিছুর একটা সীমা থাকে, সেটা চূড়ান্তভাবে লঙ্ঘন করবেন না। আমরা অন্ধ নই। আমরা এসব ফালতু কথায় আজকাল হাসি না, ভয়াবহ ক্রুদ্ধ হই। আমাদের আল্টিমেটাম, কালকে দিনের মধ্যে 'রানা প্লাজা'র মালিক রানা এবং গার্মেন্টস মালিকদের গ্রেফতার করা চাই।
কে কোন দলের আমরা জানতে চাই না। আমরা স্বজনপ্রীতি ও কর্মী প্রীতির খেতা পুড়ি। এটা জনগণের আল্টিমেটাম, না মানলে পরবর্তী কর্মসূচী সাধারণ জনগণই দিবে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।