আমাদের কথা খুঁজে নিন

   

ওয়ার্ডপ্রেস ইন্সটল করুন আপনার appserv এ

Appserv কি? Appserv  একটি লোকাল হোস্ট যা Apache, MySQL, PHP, phpMyAdmin এ  সম্পূর্ণভাবে  ফিচার করা ।
তো প্রথমে Appserv   ডাউনলোড করে নিন নিচের লিঙ্ক থাকে। ডাউনলোড লিঙ্ক  ঃ Appserv   ( ক্লিক করুন Appserv )
ডাউনলোড শেষ হলে  ইন্সটল করুন।
এখন পিএইচপি মাই এডমিন (phpMyAdmin) ওপেন করবেন এইভাবে >> url : http://localhost/phpmyadmin
আপনার ইউজার পাস দিয়ে লগ ইন করুন। ইউজার নাম হবে  root আর পাস আপনি শুরু তে যেইটা সেট আপ এর সময় দিয়েছিলেন  ওইটা হবে।

এইবার Database তৈরি করতে হবে।
Database নাম তৈরি হলে নিচের মত ছবি আসবে।
কাজ প্রায় শেষ । এখন ওয়ার্ডপ্রেস সেট আপ দিব। Appserv   যেখানে ইন্সটল করেছেন অই ড্রাইভ এ যান।

সাধারনত ইন্সটল লিঙ্ক C: \ AppServ \ হয়ে থাকে।   Appserv   নামে  যে ফোল্ডার আসে ওইটা খুলেন। দেখবেন www নাম এ একটা ফোল্ডার আছে। ওইটা খুলেন। ওইটা তে ওয়ার্ডপ্রেস ডাউনলোড ( এখান থেকে ওয়রদপ্রেস ডাউনলোড করে নিন )  করা  zip file  টা   unzip করে  www তে রাখেন ।

তো সমগ্র URL  টি এখন হবে  C: \ AppServ \ www \wordpress  . এখন  এই  URL টিতে যান 
>> http://localhost/wordpress
এখন নিচের  ছবির মত আসবে।  Create a configuration file বাটন এ ক্লিক করুন।
এখন  let's go  বাটন এ ক্লিক করুন।
এইবার  Database  details দিন।
1. phpMyAdmin এ যে  Database  নাম দিয়েছিলেন ওইটা দেন।

2. Database ইউজার নাম দিন যা root হবে। 3. phpMyAdmin  Database  বানানোর সময়  যেই পাস দিয়েছিলেন ওইটা দেন। 4. এইটা  localhost নাম টাই থাকবে। 5. এখন  submit বাটন ক্লিক  করুন ।
এখন run the install বাটন ক্লিক করুন।


এখন website details  দেন এবং install wordpress বাটন ক্লিক করুন।
কাজ শেষ এখন শুধু log in বাটন প্রেস করুন।
ব্যাস হয়ে গেল আপনার লোকাল সার্ভার   এ ওয়ার্ডপ্রেস সেট আপ।  আশা করি এইটা আপনাদের ওয়ার্ডপ্রেস শিখতে সাহায্য করবে। সবাই বুজতে পারে এমন ভাবে পোস্ট টা করা হয়েছে।

তারপর ও যদি কেও বুজতে না পারেন মন্তব্য করলে আমি তার উত্তর দিব। সকলে ভাল থাকবে।
মূল লেখাটি ঃ http://www.prozukti.com/wordpress-install-in-appserv/
ধন্যবাদ

সোর্স: http://www.techtunes.com.bd/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.