"Life Is a Journey, Not a Destination ― Ralph Waldo Emerson
আজকের প্রবাদটি হল “ গরু খোঁজা” । আমরা কম বেশী চলতি কথা বার্তাতে এই প্রবাদটির ব্যাবহার করে থাকি , ধরুন আপনি আফিসে বের হবেন এমন সময় দেখতে পেলেন আপনার মানি ব্যাগটি খুঁজে পাচ্ছেন না, অনেক খোঁজা খুঁজির পর দেখলেন আপনার জামার উপর পাকেটে হয় তো রেখে দিয়েছেন এবং ঘরময় খুঁজে চলেছেন ! মানে এই যে কোন জিনিস খুব খোঁজা খুজি করলে আমরা অনেক সময়ে বলে থাকি “কি গরু খোঁজাখুঁজিই না করতে হল”!
অন্য সকল প্রবাদ এর উৎপত্তির মত এরও একটি জন্ম ইতিহাস রয়েছে। ঋকবেদ এর একটি গল্প থেকে এই প্রবাদটির উৎপত্তি হয়।
প্রাচীন কালে একবার দেবতাদের গোশালার গরুগুলি চুরি হয়ে গিয়েছিল , গরুগুলি না থাকাতে দেবতাদের তো জীবন ওষ্ঠগত । দুধ, ঘি , মাখন না পেয়ে তাঁদের তো ভুরিভোজন করা একপ্রকার বেদনা দায়ক হয়ে উঠেছিল , তার উপর আবার দেব রাজ ইন্দ্রের ধমকানি ।
কোথায় যায় দেবতারা ?
অনেক খুঁজাখুঁজির পর একপ্রকার নিরুপায় হয়েই দেবতারা তাঁদের স্বর্গের কুকুরী সরমাকে নিযুক্ত করল । কারন চোর ধরতে এদের জুরি মেলা ভার , যাই হোক তাকে তো দেবরাজ আদেশ করেই ক্ষান্ত হলেন কিন্তু বিপদে পরল সরমা । তার আবার মনে বড় দুঃখ ছিল । স্বর্গে থাকলেও ঘি , মাখনের ছিটে ফোটাও তার ছেলে মেয়েদের ভাগ্যে জোটে না , তাই এই সুযোগে সে দেবরাজের কাছে পার্থনা জানাল যে যদি সে ত্রি ভুবন খুঁজে গরু গুলিকে বার করতে পারে তবে তার ছেলে মেয়েদের দিনে এক বার করে অন্তত গরুর দুধ খেতে দিতে হবে। ইন্দ্র সঙ্গে সঙ্গে তার কথাতে রাজি হয়ে গেল, আর সারমাও মহা উৎসাহে গরু খুঁজতে বের হয়ে গেল ।
অনেক দেশ বিদেশ খোঁজের পর কিছু না পেয়ে এক জায়গায় কেবল হাম্বা হাম্বা রব শুনতে পেয়ে সেখানেই কিছুকাল থাকবার মনস্থির করল । সেই জায়গাটি ছিল আবার পনি নামক এক অসুরের দখলে । দেবতাদের সঙ্গে তো বরাবর অসুর দের সাপে নেউলএ সম্পর্ক ! কিন্তু সরমা কে পেয়ে অসুর রাজ খুব খুশি হয়ে তার এলাকাতে থাকতে দিল । স্বর্গের কুকুর বলে কথা, এত ভাল চেহারার কুকুর পনি আগে কখন দেখে নি , তাই খুব যত্ন আত্তি করল । এই সবের মাঝে সরমা কিন্তু তার কাজটি গোপনে করে যেতে লাগল ।
কিছু দিন যাবার পর একদিন সেই রাজ্যের পাশে এই সুরম্য জায়গাতে একটি গুহার মধ্যে সরমা হাম্বা স্বর অনুসরণ করে অবশেষে তার গরু খোঁজা শেষ করল , এবং তার পর সেই খবর দেবার জন্য অসুরদের অনেক মিনতি সত্ত্বেও ইন্দ্রলোকে ফিরে গেল । খবর পেয়ে ইন্দ্র সদল বলে এসে অসুর রাজ পনিকে পরাজিত করে তাদের গরুগুলিকে স্বর্গে ফিরিয়ে নিয়ে গেল । ।
আগের পর্ব গুলি পড়তে ক্লিক করুন
বাংলা প্রবাদ এর আড়ালে রূপকথা । মান্ধাতার গল্প
বাংলা প্রবাদ এর আড়ালে রূপকথা ।
পর্ব ২
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।