আমাদের কথা খুঁজে নিন

   

আরেকটি ননসেন্স কবিতা

রেস্টে আছি আপাতত পোস্টানি বন্ধ :D

মালিবাগ রেইল্গেতে “আটান্ন বাই বি” বাড়িখানা দোতলা নাম তার “মায়াবী” সে বড়ির বাড়িওয়ালা খিটখিটে বুড়োটা, দু’বছর রিটায়ার্ড, ছেলেমেয়ে বারোটা । দুটো তার মরে গেছে, দুটো গেছে পালিয়ে, ছোটটাকে ভাগিয়েছে বড়টার শালিয়ে । বড়টার নামে আছে পুলিশের হুলিয়ে, এক ছেলে ছ্যাকা খেয়ে গাছে থাকে ঝুলিয়া। চার মেয়েই বিয়ে করে শশুরের বাড়ীতে, এ বাড়িতে আসেনাকো বুড়োটার ঝারিতে। বাকি দুটো প্রবাসী, ইতালী ও সিরিয়া , ছ’বছর হলো গেছে আসেনিতো ফিরিয়া । সাদা রঙ বাড়িখানা হয়ে গেছে ফ্যাকাসে, এতোগুলো ছেলেমেয়ে তবু বুড়ো একা সে । এ বাড়ির পাশ দিয়ে যত লোক হেটে যায়, তাদেরকে বকে ঝকে সারাদিন কেটে যায় । মাঝে মাঝে দেয় পোষা কুকুরটা লেলিয়ে, লোকে ভয়ে দৌড় দিলে হাসে দাঁত কেলিয়ে। এলাকার কেউ তাকে দেখতেই পারেনা, নাম শুনে বলে বসে, “শালা বুড়ো মরেনা”!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।