আমাদের কথা খুঁজে নিন

   

রুপবতী কন্যার আত্মহত্যার প্রথম প্রহর...

আমি পথহারা পথিক...পথে পথে ঘুরে বেড়াই, পথের নেশায়....লোকের কথা শুনি, কখনো কখনো বলার চেষ্টাও করি। আমার কথা সবার ভাল লাগবে এমনটা আশা করি না। আমি বিশ্বাস করি, যে পথের নেশায় পথে পথে ঘুরে বেড়াই, সেই পথের দেখা আমি পাবই........

নিঝুম নিস্তব্ধতার মাঝে একা একা একটা রুপবতী কন্যা মৃত্যুর প্রহর গুনছে। বুঝতে পারছিনা এটা আত্মহত্যা না পরিকল্পিত হত্যা। আমরা এটাকে আত্মহত্যা বা পরিকল্পিত হত্যা যেটাই বলি তাতে রুপবতী কন্যার কোন লাভ নাই, কারন হত্যার সব আয়োজন শেষ।

খবর এসেছে "রামপালে বিদ্যুৎ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর ২২ অক্টোবর" । বুধবার বিকেলে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী এ তথ্য জানালেন। কন্যার মনে আর কোন সন্দেহ নাই, এবার তার মৃত্যু আর কেউ ঠাকাতে পারবে না। জীবনের এই শেষ প্রান্তে এসে কত কথায় না মনে পরছে। কোটি কোটি মানুষ তাকে ভালবাসে অতছ তারা আজ অসহায়।

কিছুই করতে পারছে না তার জন্য, কি করবে ? কর্তারাই যখন চাচ্ছে..... আজব দেশ একটা, যেখানে কর্তা বাবুই সব। এখানে প্রেম, ভালবাসা.. আবেগ,,, ন্যায় অন্যায়ের কোন বাছ-বিচার নাই। ভাল খবর "‘সুন্দরবন রক্ষায় যেকোনো মূল্যে সর্বনাশা রামপাল তাপবিদ্যুৎ প্রকল্প রুখতে হবে’—এই স্লোগান সামনে রেখে সুন্দরবন অভিমুখে মঙ্গলবার ঢাকা থেকে লংমার্চ শুরু করে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ -বন্দর রক্ষা জাতীয় কমিটি। "

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.