মাথা খালি :(
তখন কলেজে পড়ি। ইন্টার সেকেন্ড ইয়ার। কোনো পরীক্ষার খাতাই আমাদের দেয়া হয় না। শুধু রেজাল্ট দেয়। একদিন আমাদের বোটানির স্যার ক্লাসরুমে ঢুকলেন... হাতে একটা পরীক্ষার খাতা।
যার খাতা সে ৪৯ নম্বরের উত্তর দিয়েছে। পেয়েছে ৪৫। খুবি ভাল। কিন্তু ঘটনা অন্য যায়গায় প্যাচ খাইছে। সে ৪৯ নম্বরের উত্তর দিয়ে বাকি সময় হল এ যে ম্যাডাম গার্ড পড়েছেন তার রূপের বর্ননা দিয়েছে।
। বর্ননাও অসাধারন। ম্যাডাম কি রং এর শাড়ি পরেছে.. তার স্যান্ডাল.. এক হাতে চুরি.. তার নেইল পালিশ এর ও বিশদ বর্ননা আছে। স্যার ক্লাসে পুরোটা পড়ে শোনাল আর আমরা তো হাসতে হাসতে...... তবে এ জন্য কোনো ব্যাবস্থা নেয়া হয়েছিল কিনা জানি না।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।