জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেছেন, ক্ষমতাসীনরা ক্ষমতায় টিকে থাকার জন্য আইনের অপব্যবহার করে থাকে। আইনব্যবস্থাকে মানুষ নিজের স্বার্থের ঊর্ধ্বে স্থান না দিলে সমাজে কখনই আইনের শাসন প্রতিষ্ঠা করা সম্ভব নয়। তিনি বলেন, শুধু আইনের পাঠ্যপুস্তক পড়লেই চলবে না, একজন ভালো আইনবিদ হওয়ার জন্য সমাজ, রাষ্ট্র ও বহির্বিশ্ব সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে। গতকাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আইন বিভাগের নবীনবরণে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ড. মীজানুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শীঘ্রই বিভিন্ন খ্যাতনামা প্রকাশনা ই-বুকের সাহায্যে ২৬টি বিষয়ের বই সরাসরি অধ্যয়নের সুযোগ পাবে। এ ব্যাপারে প্রয়োজনীয় কার্যক্রম দ্রুত এগিয়ে চলছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার অধ্যাপক মো. সেলিম ভূঁইয়া এবং সভাপতিত্ব করেন আইন অনুষদের ডিন, আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সরকার আলী আককাস।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।