আমাদের কথা খুঁজে নিন

   

সুপার নেটওয়ার্ক!

সফল ব্লগার নয়, সত্যবাদী ব্লগার হওয়াই হোক আমাদের লক্ষ্য। - হ্যালো! - (সুনসান নিরবতা) - হ্যালো....হ্যালো! - (রেলগাড়ীর আওয়াজ....পুউউউ...ঝিক ঝিক) - হ্যালো! কথা শুনতে পাচ্ছো না? - (রেলগাড়ীর আওয়াজ বৃদ্ধি....পুউউউউউউ...ঝিক ঝিক ঝিক ঝিক) - আশ্চর্য! কথা বলছো না কেন? - (আবারো সুনসান নিরবতা) - হ্যা----লো! - টুঁট টুঁট টুঁট টুঁট..... ইহাকেই বলে Airtel এর সুপার নেটওয়ার্ক! ইহা নিজের মর্জি মাফিক চলে। ইহার ইচ্ছা হইলে আপনাকে দুই/চাইর লাইন কথা বলিতে দিবে, আর না হইলে? ইচ্ছা না হইলে তো কুনো কথায় নাই! আপনার যত জরুরী প্রয়োজনই থাকুক না কেন আর যতই মুবাইলের বাটুন টিপাটিপি করেন না কেন, কুনো লাভ নাই :p ভালবাসার টানে পাশে আনে; আইন্না বাঁশ মারতেও আবার ছাড়ে না....


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।