আমাদের কথা খুঁজে নিন

   

ফটোশপে 3R ছবিতে এবার নিজেই এক সেকেন্ডে ফ্রেম সেট করুন (সময় সাশ্রয় করুন)

জানি আপনার কাছে সময়ের মূল্য অনেক বেশী তাই কাজের কথায় আসি। আমার এটি প্রথম টিউন তাই আপনার জানা ভুলগুলো ধরিয়ে দিবেন।
আমরা জানব কেমন করে Keybord থেকে একটি Key চাপ দিলে 3R ছবিতে ফ্রেম সেট হয়।
প্রথমে ফটোশপ ওপেন করুন
এখন Menubar থেকে File>Open কমান্ড দিয়ে যে কোন একটি থ্রি আর ফ্রেম ওপেন করুন। এবার ফ্রেমটির লেয়ার থেকে সাদা ব্যাকগ্রাউন্ড বাদ দিয়ে পিএসডি মোডে  Auto Frame নামে সেভ করুন ।

ফাইলটি ক্লোজ করুন। এখন Menubar থেকে File>Open কমান্ড দিয়ে যে কোন একটি থ্রি আর ছবি ওপেন করুন। এখন Menubar থেকে Window>Action কমান্ড  অথবা (কিবোর্ড থেকে Alt+F9 চাপুন) তাহলে Action প্যালেট শো হবে।  
এখন Action প্যালেট থেকে Create New Set আইকনে ক্লিক করলে একটি New Set বক্স আসবে এখন Name বক্স এ Auto Frame নাম দিয়ে OK করুন।

এখন Action প্যালেট থেকে তৈরি করা Auto Frame  টি সিলেক্ট করে New Action বাটনে এ ক্লিক করুন।

 
তাহলে একটি New action বক্স আসবে এখন Name বক্স এ Frame 3R নাম লিখুন, Set বক্স এ আপনার তৈরি করা ফোল্ডার টি সিলেক্ট করুন, Function Key আপনার পছন্দের একটা Key দিয়ে Record বাটনে ক্লিক করুন। উপরের কাজ করার ফলে এখন যে কাজগুলো করব সব Record হবে, তাই অন্য কোন কাজ করবেন না। এখন মেনুবার Select>All (অথবা কিবোর্ড থেকে Ctrl+A চাপ দিন) তাহলে ছবি সিলেক্ট হবে। এবার Ctrl+C চাপ দিন কপি হবে। এখন সিলেক্ট করা ছবিটা আগের তৈরী Auto Frame নামের পাতায় নিতে হবে ।

মেনুবার থেকে File>Open (অথবা কিবোর্ড থেকে Ctrl+O  চাপ দিন ) তাহলে ফাইলটি ওপেন হবে। এখন Ctrl+V চাপুন ছবিটি পেস্ট হবে এবার Ctrl+Shift+{[  কি একসাথে চাপুন। তারপর Menu বার থেকে File> Save As ক্লিক করে যে কোন একটি নামে সেভ করে রাখুন ।

সবর্শেষে Action প্যালেট থেকে Stop বাটনে ক্লিক করে রেকর্ড Stop করুন । এখন হয়ে গেল 3R ছবিতে অটো বর্ডার।

এখন কাজটি সঠিক হল কিনা? তা দেখার জন্য ফটোশপে একটি 3R সাইজের ছবি ওপেন করুন এবং নির্বাচিত বাটন (Function Key) চাপ দিন আর দেখুন কি হয়।

সোর্স: http://www.techtunes.com.bd/     দেখা হয়েছে ৫৬ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.