(প্রিয় টেক) সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো মানুষের যোগাযোগ ব্যবস্থাকে করেছে সহজ। তবে এর সমস্যাও পরিলক্ষিত হয় কখনও কখনও। কর্মক্ষেত্রে এসব সামাজিক যোগাযোগ মাধ্যমের যথেচ্ছ ব্যবহারে প্রতিষ্ঠানের কাজের গতি হ্রাস পায়। ফলে দেখা যায় যে অনেক কর্ম-প্রতিষ্ঠানই হয়ত কর্মক্ষেত্রে তাদের কর্মীদের সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার অনুমোদন করে না। সম্প্রতি এক জরিপে দেখা গেছে যে প্রতি পাঁচজনের মধ্যে একজন অর্থাৎ শতকরা ২০ ভাগ আমেরিকান তাদের কর্মক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহারের অনুমতি পান না।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।