আমাদের কথা খুঁজে নিন

   

বেঈমানদের মাফ নয়: ইনু

শুক্রবার বাংলা একাডেমিতে শিশুতোষ চলচ্চিত্র ও অনুষ্ঠান নির্মাণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, “একাত্তরের যুদ্ধাপরাধীরা জাতীয় বেঈমান। এই জাতীয় বেঈমানদের কোনো মাফ নেই। ”
শিশুদের উদ্দেশ্যে এই মুক্তিযোদ্ধা বলেন, “একাত্তরের মুক্তিযুদ্ধের মহাশত্রু হলো রাজাকার। এই রাজাকারদের সহযোগিতায় পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের দেশের অজস্র শিশুকে হত্যা করেছে। তাই তোমরা এই বিশ্বাসঘাতকদের কখনো ক্ষমা করবে না।

”   
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেন, বর্তমানে হরহামেশাই রাজনৈতিক মিছিল এবং রাজনৈতিক মাঠে শিশুদের ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে।
এ থেকে বেরিয়ে আসতে সবার প্রতি আহ্বান জানান তিনি।
তথ্যমন্ত্রী বলেন, “শিশুদের দিয়ে রাজনৈতিক মঞ্চে গান পরিবেশন করতে দেয়াও উচিত নয়। ”
সংক্ষিপ্ত আলোচনা শেষে বাংলাদেশ শিশু একাডেমি আয়োজিত এ কর্মশালায় অংশগ্রহণকারী শিশু-কিশোরদের পরিকল্পনা ও পরিচালনায় নির্মিত তিনটি স্বল্পদৈর্ঘ্য শিশুতোষ চলচ্চিত্র দেখানো হয়।
১৮ মিনিটের তথ্যচিত্র ‘আমাদের মতিউর’ এবং ২০ মিনিটের কাহিনীচিত্র ‘পম্পি নামের ছেলেটি’ ও ‘অটুট স্বপ্ন’র প্রদর্শনী হয়।


শিশুদের সৃষ্টিশীল কর্মকাণ্ডে উৎসাহ দেয়ার লক্ষ্যে ২০০৮ সাল থেকে শিশুদের পরিকল্পনা ও পরিচালনায় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের কাজ করছে বাংলাদেশ শিশু একাডেমি।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রাণালয়ের সচিব তারিক-উল-ইসলাম, বাংলাদেশ শিশু একাডেমীর চেয়ারম্যান শেখ আবদুল আহাদ প্রমুখ বক্তব্য দেন।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।