আমাদের কথা খুঁজে নিন

   

ইসলামের সত্য জানুন , কাফের বেঈমানদের নিকট মাথা নত নয় ।

সত্য জানুন , কাফের বেঈমানদের নিকট মাথানত নয় । ************************************** ডঃ আল্লামা ম , মাসউদ মিয়া সৈয়দ শাহি কবি ও দার্শনিক বক্তা , আরবি বিশ্ববিদ্যালয় , শতরশ্রি , নেত্রকোনা । আল্লাহ পাকের ঘোষণা আর যদি তোমরা সন্দিহান হও , আমার খাছ বান্ধার দুস্তেরবা নবীজীর উপর নাজিল অবধারিত কিতাবে তবে তোমরা অনুরূপ একটি সুরা রচনা কর ,তোমাদের সঙ্গী যারা খোদা হইতে পৃথক । যদি তোমরা সত্য বাদি হও , অনন্তর যদি তোমরা তাহা করিতে না পার এবং তোমরা কখনও তাহা করিতে পারবেনা । তবে তোমরা আত্ত রক্ষা করিও দুযখ হইতে যাহার খোরাক বা খাদ্য হবে অবিশ্বাসী মানুষ ও কাফের ।

সুরা বাকারা আয়াত ২২/২৩। ২৪। আল্লাহই অবিশ্বাসীদের কাফের ডাকিয়াছে । যদি মুসলমান হন তওবা করুন আর যদি বিধর্মী হন তাহলে চাপা বাজি বন্ধ করে বিভ্রান্তি থেকে দূরে থাকুন । আল্লাহ অবশ্যই বিভ্রান্তি কারিদের পছন্দ করেন না ।

সূরা নমল ২৭:৭৫ আয়াতে বলেছেনঃ وَمَا مِنْ غَائِبَةٍ فِي السَّمَاء وَالْأَرْضِ إِلَّا فِي كِتَابٍ مُّبِينٍ অর্থঃআকাশে ও পৃথিবীতে এমন কোন গোপন ভেদ নেই, যা সুস্পষ্ট কিতাবে না আছে। সূরা নিসা ৪:১৩৬ আয়াতঃ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُواْ آمِنُواْ بِاللّهِ وَرَسُولِهِ وَالْكِتَابِ الَّذِي نَزَّلَ عَلَى رَسُولِهِ وَالْكِتَابِ الَّذِيَ أَنزَلَ مِن قَبْلُ وَمَن يَكْفُرْ بِاللّهِ وَمَلاَئِكَتِهِ وَكُتُبِهِ وَرُسُلِهِ وَالْيَوْمِ الآخِرِ فَقَدْ ضَلَّ ضَلاَلاً بَعِيدًا অর্থঃ হে ঈমানদারগণ, আল্লাহর উপর পরিপূর্ণ বিশ্বাস স্থাপন কর এবং বিশ্বাস স্থাপন কর তাঁর রসূলও তাঁর কিতাবের উপর আল্লাহ পাক সব কিতাবে নবীদের নবী রাছুল গনের রাছুল এবং আওয়াল আখের যাহের বাতেন ও শাফায়াতের কাণ্ডার হিসাবে উল্লেখ করেছেন । তার বিষয়ে সামান্য সন্দেহ করাও পাপ এবং ঈমানের ক্ষতি । হে মুমিনগন তোমরা সম্পূর্ণ ভাবে ইসলামে দাখিল হও সুরা বাকারা ২০৭ / আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করিওনা , নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু । যখন আদম আ কে সৃষ্টি করলেন ।

আল্লাহর হুকুমে সব ফেরেস্তা আদম আ এর সম্মানে সেজদা দিল ,শয়তান বিরুধিতা করল আল্লাহর হুকুম না মানার কারনে আল্লাহু পাক শয়তান কে শাস্তি দিলেন এবং দুযখের আগুনে শ্রিংখলিত করে রাখলেন । খালিকিচ্ছামাওয়াতি অয়াল আরদিন । আচ্ছালামু আচ্ছালাতু আলা মান খানা নাবিয়াও অয়া আদামু বা মায়ে অয়াত্তিন , অর্থ নবীজীর মুখ নিশ্রিত বাণী / আল্লাহর ক্ষুদ্রতে আদম যখন কাদা মাটি পানি মিশ্রিত তখনই আমি আল্লাহর রাছুল । হাদিস আল্লাহু বাম পাজর থেকে হাওয়া আ কে সঙ্গিনী বানালেন । এবং বহু দিন যাবত বেহেস্তে বাস করতে লাগলেন ।

আল্লাহ আদম আ কে বেহেস্তি সব কিছু জ্ঞান শিক্ষা দিলেন যা ফেরেস্তাগন পর্যন্ত জান তনা । আদম আ কে নিষেধ দিলেন সবস্থানে যাইও কিন্তু নিষিদ্ধ গন্দম ফল ভক্ষন করনা । বস্তুত শয়তান আদম আ কে প্রলোভনে নিয়ে নিষিদ্ধ ফল খাওয়ালেন । সাথে সাথে আল্লাহ পাক আদম আ ও হাওয়া আ কে বেহেস্ত হতে দুনিয়ায় নামিয়ে দিলেন । শত শত বছর আদম আ ও হাওয়া আ আল্লাহর দরবারে ভুলের জন্য কাদলেন ।

৩৬০ বছর পর আরাফাতের ময়দানে তারা মিলিত হলেন এবং মুনাজাত করতে লাগলেন হে আমার সৃষ্টি কর্তা আরশ মহল্লায় তোমার নামের পাশে যার নাম মোহাম্মাদ তার খাতিরে আমাদের ক্ষমা করুণ । আল্লাহ পাক তাদের দোয়া কবুল করলেন বললেন দুনিয়ায় বাস করতে থাক এবং আমাকে সরণ কর নিশ্চয় তোমাদের প্রভু অতি ক্ষমা শীল । আদম আ এর বংশ বৃদ্ধি হতে লাগল , শয়তান দুনিয়ায় আসার আগে আবার আল্লাহর নিকট ক্ষমা চাইলেন । আল্লাহ ক্ষমা মঞ্জুর করেনি শয়তান হতাশ হয়ে বলেন প্রভু আমি চির জাহান্নামি তাহলে আমাকে ভিন্ন শক্তি দাও । সেকেন্ডে সব স্থানে যাতায়াত , দিলাম ।

সব জিব জন্তুর আকার ধারন ,দিলাম । সব মানুষের রগে রগে বিছরন / দিলাম । কিন্তু অহে শয়তান আমার প্রক্রিত ইমানদার গনের চুল পরিমাণ ক্ষতি করার ক্ষমতা তোর নাই । যারা তোর পথ অনুসরণ করবে তারাই জাহান্নামী । আল্লাহু এবং তার রাছুলের বাণী আমরা মানি তাহলেই আমাদের ইমান ইসলাম /মুক্তি আসবে ।

আলোচনা কোরআন ও হাদিস ভিত্তিক যার কোন সন্দেহ নাই । আল্লাহ আমাদের হেদায়াত দিন রাছুল আমাদের রহমত দিন । মদিনায় লক্ষ কোটি দরূদ ছালাম ছালাতুনিয়া রাছুলুল্লাহ আলাইকুম ছালামুনিয়া হাবিব আল্লা আলাই কুম আসলে ইমান রুহে কোরআন মগজেদিন হাস্তে হুব্বে রাহমাতুল্লিল আলামিন । অর্থ ইমানের মুল কোরআনের রুহ দিনের মগজ তিনি যিনি সমস্ত জগতের রহমত । আল্লাহর দুস্ত নবী পাক হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহে অয়াচ্ছাল্লাম ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.