আমরত্বের প্রত্যাশা নেই , নেই কোন দাবি দাওয়া.....!
সরকার বিদ্যুত উৎপাদন করতে চায়, অতি উত্তম বিষয়, !!!
একটা লং মার্চ হচ্ছে!! যাতে সুন্দরবন এর কাছে বিদ্যুত কেন্দ্র না হয়!
তা হতেই পারে, সবারই কিছু না কিছু মতামত থাকতে পারে।
আর লং মার্চ হওয়া মানে এই না যে দেশের একটা অংশ আফ্রিকা হয়ে গেল!!!!!
তবে গত কয়েক দিন ধরে, ফেসবুক, ব্লগে খেয়াল করলাম, অনেকই এই লং মার্চ, রামপাল, সুন্দরবন নিয়ে অদ্ভুত সব তথ্য দিচ্ছে।
তাদের কথায় মনে হচ্ছেম এই পাওয়ার প্লেনটি হলে, দেশে আর কোন অভাব থাকবে না, দেশের মানুষ মাগনা কারেন্ট পাবে!!! উন্নয়নে দেশ ভাসতে থাকবে!!!!!
এছাড়া অনু স্যারকে নানা ভাবে অপমান করার চেষ্টা চলছে!!!
অনু স্যারকে দালাল সহ নানা বিশেষনে বিশেষায়িত করা হচ্ছে!!
তাদের অনেক কেই আমরা চিনি, তাদের পরিচয়ও জানি!!!!!
তা যে কার দালালি করছে সেটাও সবাই বুঝতে পারছি!!!!
সুন্দরবন এর ভিতরে অথবা তা সুন্দরবন থেকে ১৪ কিলোমিটার দূরে, অথবা সুন্দরবনের আকাশ থেকে ৭২ মিটার উচুতে, যেখানেই হোক
এই অদ্ভূত বিদ্যুত কেন্দ্র বন্ধের দাবি জানাচ্ছি!!!!
৫৬ হাজার বর্গ মাইলে এই দেশে কি জায়গার অভাব আছে!!!
সুন্দরবনেই কেন তা করতে হবে!!!
দেশে অনেক জায়গা আছে, অনেক জায়গা অনেকের পেটের মধ্যে ঢুকিয়ে বসে আছে, এসব জায়গার করা হোক বিদ্যুত কেন্দ্র!!!
আর আনু স্যারকে নিয়ে কথা আজেবাজে কথা বন্ধ করুন, মানুষ আপানাদের চিনে!!!!!!
আনু স্যারকেও চিনে!!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।