আমি জানি আপনি ভালো । কিন্তু আমি আপনার মত ভালো না ! কেন জানি মনে হয় আমি কারো যোগ্য না - আজ খুব জানতে ইচ্ছা করছে তুমি কি এক ফোঁটা অশ্রু ফেলেছ কাউ কে ভালোবেসে ? তুমি কি কারো নীরবতা থেকে তার কষ্ট গুলো বুঝেছ কোনদিন ? তুমি কি কারো চোখের দিকে তাকিয়ে তার মনের না বলা কথা গুলো জেনেছ কোনদিন ? তুমি কি কারো বেঁচে থাকার রঙ্গিন স্বপ্নের সাথী হতে চেয়েছ কোনদিন ? তুমি কিছুই হতে পারনি তাহলে তুমি বুঝবে কেমন করে ভালোবাসা কি ? হয়তো তোমার কাছে ভালোবাসা মানেই কাউ কে কষ্ট দেয়া হয়তো তোমার কাছে ভালোবাসা মানে তিল তিল করে দেখা স্বপ্ন গুলো ভেঙ্গে দেয়া । হয়তো তোমার কাছে ভালোবাসা সাময়িক সময়ের জন্য কিছু রঙ্গিন স্বপ্নে নিজেকে ভাসিয়ে দেয়া । হয়তো তোমার কাছে ভালোবাসা মানে জীবন নামের পথে কারো জড়ানো হাত ছেড়ে একা করে চলে যাওয়া । সত্যিই কি এটাই ভালোবাসা ?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।