জাতিসংঘে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণসংবলিত পুস্তিকার প্যাকেট নিয়ে নিউইয়র্কে হুলুস্থুল কাণ্ড ঘটে গেছে। প্যাকেটগুলোকে রাস্তার পাশে রেখে সংশ্লিষ্ট কর্মকর্তারা উধাও হয়ে যান। ফলে এগুলোকে বোমা মনে করে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আতঙ্কিত অনেকে দ্রুত এলাকা ত্যাগ করেন। তৎপর হয়ে পড়ে নিউইয়র্ক পুলিশের বিশেষ স্কোয়াড, কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (এফবিআই), অ্যান্টি-টেররিজম টাস্কফোর্সের বিশেষ বাহিনীসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার লোকজন।
জাতিসংঘে বাংলাদেশ মিশনের কর্মকর্তারা জানান, প্রধানমন্ত্রীর ভাষণসংবলিত পুস্তিকার প্যাকেটগুলো সেকেন্ড অ্যাভিনিউ ও ৪৩ স্ট্রিটের পাশে রেখে সংশ্লিষ্ট কর্মকর্তারা উধাও হয়ে যান। মালিকবিহীন প্যাকেটগুলো পড়ে থাকতে দেখে বিস্ফোরক বলে সন্দেহ করা হয়। এ ঘটনার পরই বিকেলে জাতিসংঘের পাশে অবস্থিত সেকেন্ড অ্যাভিনিউ বন্ধ করে দেয় পুলিশ।
হুলুস্থুল পড়ে যায় পুরো এলাকায়। নিউইয়র্ক পুলিশের বিশেষ স্কোয়াড, এফবিআই, অ্যান্টি-টেররিজম টাস্কফোর্সের বিশেষ বাহিনী, প্রশিক্ষিত ডগ স্কোয়াড, অ্যাম্বুলেন্সসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার লোকজন দ্রুত ঘঠনাস্থলে পৌঁছান। কয়েক ঘণ্টার শ্বাসরুদ্ধকর নাটকীয়তা ও ব্যাপক পরীক্ষা-নিরীক্ষার পর প্রধানমন্ত্রীর ভাষণের প্যাকেটগুলো জব্দ করে নিয়ে যায় নিরাপত্তা সংশ্লিষ্টরা।
প্যাকেটগুলো ফিরে পেতে ব্যাপক দেনদরবার ও দুঃখ প্রকাশ করতে হয় জাতিসংঘে বাংলাদেশ মিশনের। প্রধানমন্ত্রীর ভাষণের প্যাকেটগুলোর দায়িত্বে নিয়োজিত কর্মকর্তার এমন দায়িত্বহীন আচরণে বিষ্ময় প্রকাশ করেছে সিটি কর্তৃপক্ষ ও বিভিন্ন কূটনৈতিক মিশন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।