আমাদের কথা খুঁজে নিন

   

স্পেস স্টেশনে ট্রাফিক জ্যাম

প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, সিগনাস নভোযানটি নির্মাণ করেছে অরবিটাল সায়েন্স কর্পোরেশন।
সেপ্টেম্বরের ১৮ তারিখে কক্ষপথে সিগনাসকে উৎক্ষেপণ করা হয়েছিল। নাসার হিসেব অনুসারে ৪৮ ঘণ্টার মধ্যেই এটির স্পেস স্টেশনে পৌঁছানোর কথা ছিল। কিন্তু রাশিয়ান সয়ুজ ক্যাপসুল সেপ্টেম্বরের ২৫ তারিখে স্পেস স্টেশনে পৌঁছানোর কারণে সিগনাসের স্পেস স্টেশনে পৌঁছাতে দেরি হবে বলে জানিয়েছে নাসা। নাসা জানিয়েছে, মহাকাশে এ সময়টুকু অপেক্ষা করার মতো পর্যাপ্ত শক্তি রয়েছে সিগনাসের।
কার্গো নভোযান সিগনাসের এ বিলম্বের কারণকে ‘স্পেস স্টেশনে ট্রাফিক জ্যাম’ নামে অভিহিত করেছে ম্যাশএবল। সিগনাসের বহন ক্ষমতা দুই হাজার কিলোগ্রাম হলেও নভোযানটি বর্তমানে ৭০০ কিলোগ্রাম পণ্য বহন করছে এমনটাই জানিয়েছে ম্যাশএবল।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.