আমাদের কথা খুঁজে নিন

   

স্পেস শাটল এর ৩০ বৎসর এবং এর সমাপ্তি

প্রিয় পাঠকেরা, somewhere in এ আমার প্রথম ব্লগ এ স্বাগতম। বর্তমান দুনিয়ার বহুল আলোচিত সর্বশেষ স্পেস শাটল STS 135- Atlantis এর কথা বলছি। স্পেস শাটল হল এমন টেকনোলজি যেটা দিয়া পৃথিবীর অরবিট ভ্রমণকারী মহাকাশযানকে বারবার ব্যবহার করা যায়। একমাত্র USA এর NASA( National Aeronautics and Space Administration) এই টেকনোলজি ব্যবহার করেছে। ১২ দিন এর মিশন এ আটলান্তিয়াস ৪ জন মহাকাশযাত্রী নিয়া ইন্টারন্যাশনাল মহাকাশ কেন্দ্রতে খাদ্য এবং যন্ত্রপাতি নিয়া যাবে। দুনিয়াতে ফিরলেই আকাশচারী আটলান্তিয়াস , জাদুঘর এর পুতুল হইয়া যাবে। প্রশ্ন জাগে , কেন শেষ মিশন ? কোন সরাসরি জাবাব পাওয়া না গেলে ও , নাসার কিছু উচ্চপদস্থ কর্মকর্তার কথা শুনে বুঝা গেল , চলমান আর্থিক মন্দাই এর মুল কারন। "It is a sad time," NASA astronaut Terry Virts said, reflecting on what he called the "passion" of many of his coworkers. "The sad part about it is that we won't have an American ability to launch astronauts anymore." "Over three decades, the shuttle has brought this nation many firsts, and many, many proud moments," Bolden said. "The shuttle pioneers have made the next chapter of human spaceflight possible." "American ingenuity is alive and well, and it will fire up our economy and help us win the future," he added "America will continue the dream," the launch director said as Atlantis lifted-off on its 33rd and last flight. নিচের লিংক এর ভিডিওটি দেখলে পরিস্থিতি পুরাপুরি ক্লিয়ার হবে । ফক্স নিউজ, মহাকাশ গবেষণার ভবিষ্যৎ আরও বিস্তারিত জানতে হলে , বিস্তারিত

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.