হ্যাঁ, আপনার অবসর ও মূল্যবান সময়কে কাজে লাগিয়ে মাসে ২০০/৩০০ ডলার বা তার চেয়েও বেশী আয় করা সম্ভব। আর এটা একমাত্র সম্ভব হয়েছে Freelancing/Outsourcing, SEO, Adsense ও Blogging দিয়ে। বাংলাদেশের হাজার হাজার মানুষ এখন Freelancing/Outsourcing, SEO, Adsense ও Blogging দিয়ে নিজেদের জীবনে নিয়ে এসেছে স্বচ্ছলতা। একজন ফ্রিলেন্সার হিসেবে আপনি যে কোন কাজই এখানে করতে পারবেন। ওয়েব ডিজাইনিং/প্রোগামিং, ইঞ্জিনিয়ারিং, গ্রাফিক ডিজাইন, থ্রিডি এনিমিশন, অডিও/ভিডিও আপলোডিং/এ্যাডিটিং/ডাউনলোডিং, আর্টিকেল রাইটিং, এমএস ওয়ার্ড/এক্সেল/এক্সেস/পাওয়ার পয়েন্ট, ডাটা এন্ট্রি বা সাধারণ কপি পেষ্ট বা দেখে দেখে কিছু লেখা ছাড়াও আরো অনেক কাজ থেকে আপনি বেছে নিতে পারেন আপনার পছন্দের কাজটি। আমাদের জেনে অবশ্যই ভাল লাগবে যে, আমাদের দেশ এখন Freelancing/Outsourcing, SEO, Adsense ও Blogging-এ বিশ্বে ভাল অবস্থানে আছে। আয় শুরু করতে আপনার দরকার হবে একটি ইন্টারনেটযুক্ত কম্পিউটার। আসুন, আমরা যারা বিভিন্ন পরীক্ষা দিয়ে বসে আাছি, লেখ-পড়া সদ্য সমাপ্ত হয়েছে, বাড়তি কিছু আয় করতে চাচ্ছি, বেকার বসে আসি, ভাল চাকুরী খুজছি, তারা আর অপেক্ষা না করে একজন প্রফেশনাল অনলাইন আর্নারের কাছে ট্রেনিং নিতে যোগাযোগ করি: 01191109792 (যারা বাসায় বসেই ট্রেনিং নিতে চান, বিশেষ করে মেয়েরা/মহিলারা বা যারা দূরে থাকেন বা ঢাকার বাইরে থাকেন তাদের জন্যে অনলাইনের মাধ্যমে ট্রেনিং নেয়ার ব্যবস্থা আছে।)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।