আসসালামু আলাইকুম
কেমন আছেন সবাই?আমার আগের টিউনগুলোতে আমাকে এন্ড্রয়েডের বিরুধী বলে মনে হতে পারে। কিন্তু তাই বলে তো এন্ড্রয়েড ব্যবহারকারীর বিরুধী না।
বাদ দেই সেসব কথা। কাজের কথাই আসি। এই ট্রিক্স এর মাধ্যমে আপনি সকল প্রকার নেট ফ্রিতে চালাতে পারবেন।
শুধুমাত্র জিপি ব্যবহারকারীদের জন্য। তাহলে শুরু হয়ে যাক।
১০০ % কার্যকারী এ্যান্ড্রয়েড ফ্রী ইন্টারনেট (যেকোন
ব্রাউজার ও গুগল
প্লে থেকে ডাউনলোড) লেখা শুরু করার আগেই বলে নিই এই টিপস
যারা জানা নেই শুধু তাদের জন্য ।
এ্যান্ড্রয়েড ফ্রী ইন্টারনেট চালানর জন্য
কতকি যে করেছি এ ব্রাউজার ও ব্রাউজার
প্রক্সি এ্যাড্রেস আরো কত কি । তাও কেবল
মাত্র মডিফাইড ব্রাউজার ছাড়া নেট চলে না গুগল প্লে থেকে ডাউনলোড হয় না কত
ঝামেলা ।
টাকা দিয়ে এমবি কিনলে যেমন
নেট চালানো যায় ফ্রী নেট ও
তেমনি চালাবেন । আর কিছু লাগবে ?
প্রথমে setting এ যান
->Setting ->Wireless and Network Setting
->More Settings
->Mobile networkes
->Access Poaint Names
->Add New APN
Profile name: GP MMS APN: gpmms
Proxy: 10.128.1.2
Port: 8080
MCC: 470
MNC: 01
আর গুলো কিছুই করা লাগবে না । এটা কে ডিফল্ট হিসাবে সেট করুন ।
এখন নিচের লিংক থেকে Droid VPN
ডাউনলোড করুন ।
http:// downloads.pdprox y.com/
DroidVPN.apk
এখন Settings যান ->Settings
->Connection Protocol
->TCP সিলেক্ট করুন
এখন Port Settings যান
->Port Settings
->Set TCP Port : 8080 ->OK
এখন Proxy Settings যান
->Proxy Settings
->Enable : (√)
->Proxy Server : 10.128.1.2
->Port : 8080 ->Ok
এখন DroidVPN একটা একাউন্ট
খুলে Connect করুন ।
যাবার আগে বড় ফাইল ডাউনলোড সমস্যার
সমাধান টা দিয়ে যায়
Play Store থেকে LoaderDroid http:// play.google.com/ store/apps/ details?
id=org.z loy.android.dow
nloaderএ্যাপ টি নামিয়ে নিন ।
ডাউনলোড লিংক টা কপি করে পেস্ট করুন
ব্যাস ঝামেলা শেষ ।
এখন ফ্রী নেটের আসল মজা উপভোগ করুন ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।