আমাদের কথা খুঁজে নিন

   

পৃথিবীতে ফিরছে ফেরারি অফ স্পেস

আগামী অক্টোবরে পৃথিবীতে ফিরে আসছে ইউরোপিয়ান কৃত্রিম উপগ্রহ ফেরারি অফ স্পেস। পৃথিবীর মধ্যাকর্ষণ বলয়ে প্রবেশ করার পর এটি যাতে নিরাপদে পৃথিবীতে অবতরণ করতে পারে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ইয়াহুনিউজ এক প্রতিবেদনে ইউরোপিয়ান স্পেস এজেন্সির (ইএসএ) বরাত দিয়ে জানিয়েছে, জ্বালানি সংক্রান্ত কারণেই কৃত্রিম এ উপগ্রহটি পৃথিবীতে ফেরত আসছে।

এদিকে ইএসএ জানিয়েছে, অক্টোবরে এর জ্বালানি ফুরিয়ে যাবে।

ইএসএ আরও জানিয়েছে, মাধ্যাকর্ষণ বলয়ে প্রবেশ করার পর কৃত্রিম উপগ্রহটি যাতে কোনো ক্ষতি করা ছাড়াই সমুদ্রে অবতরণ করতে পারে সে ব্যাপারে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, কৃত্রিম উপগ্রহটিকে মহাকাশে ২০০৯ সালে উৎক্ষেপণ করা হয়েছিল।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।