আমাদের কথা খুঁজে নিন

   

রামপাল নিয়ে যত পোষ্ট....

সেই চিরবিদ্রো.... যে লড়াই , কখনো শেষ হয়না....

রামপাল প্রকল্প নিয়ে সরকার একগুয়ে মনোভাবে এগিয়ে যাচ্ছে! পরিবেশবাদী সহ দেশের স্বার্থে সংশ্লিষ্ট যারা বিরোধীতা করছেন- তাদের পয়েন্ট গুলো প্রচন্ড শক্তিশালী। সরকারের যারা উত্তর দিচ্ছেন- তারা ভাসা ভাসা বা হেয়ালি উত্তরে পাশ কাটাতে চাইছেন। এ নিয়ে বস্তুনিষ্ঠ, যুক্তিপূর্ণ এবং সত্য, সঠিক তথ্য ভিত্তিক যাচাই বাছাই প্রয়োজন! কেউ বলছেন ১৪ কিমি কেউ বলছেন ২২ কিমি!!! আর বেশীর ভাগই শুধূ সুন্দরবন নিয়ে হাইলাইটস করছেন! চুক্তির অসম শর্ত গুলো আড়ালে থেকে যাচ্ছে!!! চুক্তির শর্ত সরকার তরফ থেকে জানানো জরুরী। তথ্য অধীকার আইনে সকলের জানা অধিকার আছে তারা এত ষ্পর্শকাতর একটা সেক্টরে কি কি শর্তে চুক্তিবদ্ধ হচ্ছে। তাতে দেশের লাভ না ক্ষতি হচ্ছে।

চলুন এক নজরে দেখি এ নিয়ে প্রকাশিত কিছূ পোষ্ট সুন্দরবনের কাছে রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্রের পরিবেশগত প্রভাব নিরুপন বা ইআইএ বিশ্লেষণ-১ দিনমজুর *** রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে হাই কোর্ট এর রুল জারি ও লাভ-ক্ষতি নিয়ে একটি আলোচনা। banglar_hasan “সুন্দরবন” ও “রামপাল বিদ্যুৎ কেন্দ্র” banglar_hasan সুন্দরবন ধ্বংস করে রামপাল বিদ্যুৎ প্রকল্প বাংলাদেশের জন্য আত্মঘাতী। । রেজা ঘটক “ রামপাল বিদ্যুৎ প্রকল্প চুক্তি বাতিল কর, সুন্দরবন রক্ষা কর” ঃ অবিলম্বে “সুন্দরবন রক্ষামঞ্চ” করতে হবে বিবাগী বাউল তবু কেন রামপাল? সোলায়মান হোসেন পলাশ রামপাল বিদ্যুৎকেন্দ্র বিরুদ্ধে জনমত যাচাইয়ে 'অনলাইন সিগনেচার ক্যাম্পেইন '। আপনিও যোগ দিন।

লুব্ধক০১ রামপাল কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প কাদের স্বার্থে ? সুন্দরবন কাদের হাতে তুলে দিচ্ছি ?? লাইন বাই লাইন রেফারেন্স এভিডেন্স সহ......... হিসলা সিবা সাভার ট্রাজেডির মত আর একটি জাতীয় ট্রাজেডি রামপাল চুক্তি mahbubsujon সুন্দরবন , রামপাল আর আনু স্যার!!! নিঃশব্দ শিশির! রামপাল বিদ্যুৎকেন্দ্রের লাভ-ক্ষতি মুনযুর-ই-মুর্শিদ সুন্দরবন এবং এর আশেপাশের এলাকায় রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের পরিবেশগত প্রভাব* লুব্ধক০১ খোদ সরকারের বন অধিদপ্তরের "রামপাল" নিয়ে আপত্তি, প্রমাণ সহকারেঃ হিসলা সিবা রামপাল বিদ্যুত কেন্দ্র, এর উপযোগিতা, ভয়াবহতা এবং নির্মম বাস্তবতা নীল_সুপ্ত রামপাল তাপবিদ্যুৎকেন্দ্র বিষয়ক অচিন্ত্য "রামপাল বিদ্যুৎকেন্দ্র" আসল উদ্দেশ্য কি ? বিলিভ ইট অর নট (শ্যামল বিশ্বাস) সুন্দরবন বাচাও ! বন্ধ কর বাংলাদেশ-ভারত যৌথ উদ্যোগে রামপাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ প্রকল্প াগলা শান্তু রামপাল বিদু্যৎ কেন্দ্র কেন চাই না? নজরুল মিন্টো রামপাল কয়লাভিত্তিক তাপ-বিদ্যুৎকেন্দ্র নির্মাণের সিদ্ধান্ত, সুন্দরবনকে ধ্বংস করার অপচেষ্টা মাত্র। রাজনীতি বিশ্লেষণ সুন্দরবনকে বাঁচাতে হলে রামপাল কয়লা বিদ্যুৎ প্রকল্প বন্ধের বিকল্প নেই : অধ্যাপক ড. আব্দুল্লাহ হারুন চৌধুরী লুব্ধক০১ প্রসঙ্গঃ রামপাল বিদ্যুৎকেন্দ্র। পৃথিবীর সবচেয়ে হাস্যকর, উদ্ভট ও গাঁজাখোরি চুক্তি। ঢাকা থেকে “ রামপাল বিদ্যুৎ প্রকল্প চুক্তি বাতিল কর, সুন্দরবন রক্ষা কর”-এ স্টিকি পোস্টের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ কাউসার আলম সুন্দরবন ধংসের রামপাল বিদ্যুৎ প্রকল্প চলছেই !!!! আহসান ০০১ বিএনপি ক্ষমতায় গেলে রামপাল তাপ-বিদ্যুত্ কেন্দ্র বন্ধ করবে: ড. মঈন খান কষ্টবিলাসী আরো শত শত পোষ্ট আছে এই নিয়ে। সব গুলা পর্যায় ক্রমে আপডেট করার বাসনা রইল।

যা দেওয়া ঞয়নি কেউ দিতে চাইলে মন্তব্যে এড করে দিতে পারেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।