আমাদের কথা খুঁজে নিন

   

রামপাল তাপবিদ্যুৎকেন্দ্র বিষয়ক

অর্থ নয়, কীর্তি নয়...আরো এক বিপন্ন বিস্ময়/আমাদের অন্তর্গত রক্তের ভেতরে খেলা করে অডিও লিংক https://soundcloud.com/aytnihca/hidevouqrcap বার্তা শুনেছ নাকি চিন্তা তো নেই ঘরে ঘরে বিজলীর আলো জ্বলবেই অর্ধেক শোনা যায় শুভ শুভ লাগে বাকি অর্ধেকটুকু তবে কার ভাগে ভাগাভাগি পরে সব থামা গোলমাল বিজলীতে কয়লাতে জ্বলে রামপাল সুন্দরবন আর পশুরের জলে কয়লাতে মাখামাখি হবে হল বলে এই বন মা আমার কাঠ-মধু-মাছে ছোটকাল থেকে এ শরীরে লেগে আছে সবাই আজ ভেবে দেখে খুব প্রয়োজন কয়লা মাখিয়ে তোর মরণ আয়োজন বাঘ নেই সাপ নেই নেই কলকল ছাউনির গোলপাতা কোথা’ পাব বল গড়ান গেওয়ার বুকে ধরে যদি ঘুণ মোহনার তীরে তীরে ফুরাবে যে নুন মায়ের আদরে যদি রাখে এই বন সর্বনাশের তবে কেন আয়োজন বলেশ্বরের জলে বিষ মিশায়োনা এই জলে আমাদের অনেক দেনা জলের জীবন যদি ঝরে যায় অকালে জেনে রেখো তুমি আমি ডুবব সে জলে এগিয়ে চলা যখন আত্মঘাতী থাক সেই পথ চল পিছিয়ে থাকি বিজলীটা চাই হক কথা বটে কিন্তু বাঁচার দাবী তারও আগের বাঁচার রসদ কেড়ে নিওনা তোমার আমার এবং আমাদের লাগবে জেনো বুকে অভিশাপ এই বনানীর এই সবুজের বাঁচবনা কেউ মরব সবাই কসম মায়ের মাটি মানুষের আর দেরি নয় আওয়াজ তোল হাটবাজারে আর ক্ষেতে খামারে আর দেরি নয় হাতটা ধর বন্ধু এসো দাঁড়াই ঘুরে [part of an audio-visual work underway]

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।