কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে চোরাকারবারিদের সঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) গোলাগুলিতে একজন নিহত হয়েছেন। নিহত সামিরুল ইসলাম (২৭) দৌলতপুর উপজেলার জামালপুর গ্রামের আবুল কাশেমের ছেলে।
জানা যায়, শনিবার গভীর রাতে উপজেলার প্রাগপুর ইউনিয়নের ভারত সীমান্ত ঘেঁষা গোড়ারপাড়া মাঠে এ ঘটনা ঘটে। রাত ১টার দিকে একদল চোরকারবারি ভারত থেকে ফেনসিডিল নিয়ে গোড়ারপাড়া মাঠে এলে ৩২ বিজিবি ব্যাটালিয়নের মহিষকুণ্ডি ক্যাম্পের টহল জওয়ানরা তাদের চ্যালেঞ্জ করে।
এ সময় চোরাকারবারিরা বিজিবি সদস্যদের লক্ষ্য করে ককটেল ছোড়ে। বিজিবি সদস্যরা পাল্টা গুলি চালালে সামিরুল ঘটনাস্থলেই নিহত হয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।