স্মার্ট ফোন ব্যাবহার করতে করতে একেবারে ইস্মার্ট হয়ে গেছি , যে যাই জিজ্ঞেস করুক ইস্মার্ট ফোন এর সাহায্যে উত্তর দেই। এখন কেউ যদি জিজ্ঞেস করে যে, বল তো আমার উচ্চতা কতো? আপনি কি করবেন? কেউ যদি জিজ্ঞেস করে এখান থেকে ওই গাছটার দূরত্ব কতো? কি বলবেন? 10Son এর কোন কারন নাই, এই কাজ গুলাও এখন আপনার ইস্মার্ট ফোনেই করবে।
আমার সেরা ২টা পোস্ট,
কাজের কথাঃ
একটা অ্যাপ্সের সাহায্যে আপনি অনেক কিছু করতে পারবেন। অ্যাপ্সটার নাম হল "Smart Tools", অ্যাপ্সটির নাম $2.51 তবে আমি ফ্রী দিচ্ছি। কেউ যদি চিনে থাকেন তাহলে চুরের মতো পিছনে চলে যান আর নতুনদের সামনে আসতে দিন
এই হল অ্যাপ্সটার চেহারা, এখন এটা দিয়ে যা যা করা যায় তার লিস্ট।
এবার কাজ গুলোর কিছু নমুনা দেখুন।
কি বুঝলেন? মাপা যাবে মেয়েদের উচ্চতা? দয়া করে কেউ সত্যি সত্যি মাপতে যাবেন না, তাহলে মাইরটা আমারই খাইতে হবে
বর্ণনা দিয়ে কষ্ট করলাম না, স্ক্রীনশট দেখেই বুঝে নিন কেমন কাজ করবে জিনিসটা। আমার কাছে সেইরকম লেগেছে, তাই বলছি ডাউনলোড করে দেখুন। সাইজ মাত্র ৫এমবি Rar, করা তাই আপনাকে ডাউনলোড করতে হবে সাড়ে তিন এমবি।
ডাউনলোডঃ
গুগল প্লে-স্টোর লিংক।
মিডিয়া-আগুন (Media Fire)
গুগল মামা (Google Drive)
Zippyshare লিংক।
আবারো বলছি কেউ সত্যি সত্যি রাস্তায় মেয়েদের উচ্চতা মাপতে যাবেন না যেন, ধরা পরলে আমার দোষ নাই আমি শুধু মজা করার জন্য বলেছি ছেলেদের উচ্চতা মাইপেন সমস্যা নাই।
ভুল হইলে মাফ কইরেন, মাইর দিতে চাইলে আমার ফেসবুকে যোগাযোগ করেন।
আমি মাঝে মাঝে গান গাই আর একটু আধটু Compose করি, আমার গাওয়া গানগুলো শুনতে নিচের লিংকে যান।
মিনারের, সাদা "তুমি চাইলেই বৃষ্টি" by সোহাগ
মাহাদির সুনীল বরুনা "তুমি বরুনা হলে হবো" by সোহাগ
অর্ণবের সে যে বসে আছে by সোহাগ
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।