আমাদের কথা খুঁজে নিন

   

রাতের সিম্ফনি ঘন রাত হয়ে আসে

নভেরা হোসেন রাত ঘন হয়ে এলে দরজায় এসে কড়া নাড়েনা কেউ পিনপতন নিস্তব্ধতায় মগজে গোপন শ্লাঘা এসে জমে, বুদবুদের ফেনা হয়ে মিশে থাকে গোপন নির্বেদ, চোখ খুলে ঘুমায় সে ডিভানের কোণে সারারাত ছটফট, কে যেন রক্তে মিশিয়ে দিয়েছে জ্বলন্ত কয়লা তার আঁচে পুড়তে পুড়তে চকিতে হায়েনার হাসি- দূর থেকে ভেসে আসা সন্তুরের সুর নিঃশব্দে কেটে নেয় চোখের ঘুম, ছায়ার মতো চলে ফেরে- ঝুপ করে মিলিয়ে যায় পশ্চিমা বাতাসে রাতের সিম্ফনি ঘন রাত হয়ে আসে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।