আমাদের কথা খুঁজে নিন

   

ব্যাংক জব প্রিপারেশন : কোন কোন বই পড়তে হবে?

সাধারণ মানুষ, কিন্তু এই দেশে সাধারণের দাম নেই

ব্যাংক জব প্রিপারেশন নিয়ে বিয়াফক টেনশিত আছি। কোনটা রেখে কোনটা পড়বো তাই ভাবতেই দিন যাচ্ছে পড়া আর হচ্ছেনা। ব্লগের ব্যাংকাররা একটু জানান কোন বই গুলা পড়লে মোটামুটি কমন পড়তে পারে। কমন পড়ার বিষয়টা বললাম কারন প্রশ্ন তো যেকোনো বই থেকেই তুলে দিবে, কারো এতো টাইম নাই যে ক্রিয়েটিভ প্রশ্ন বানাবে। যাই হোক ব্যাংকের প্রশ্ন প্যাটার্ন দেখেছি, এখন বলুন কোন বই গুলা পড়বো। আমার কাছে যেগুলা আছে তা নিম্নরূপ ইংলিশ এমপিথ্রি ( এইটা কিন্তু আবার এমপিথ্রি প্লেয়ার না ) সাইফুরস ম্যাথ সাইফুরস ব্যাংক জব টেস্ট পেপার সাইফুরস এমবিএ টেস্ট পেপার ব্যারনস জিম্যাট অফিসিয়াল জিম্যাট গাইড জিআরই বিগ বুকের ২৭ টা টেস্ট এখন বলেন এইগুলা থেকে পড়লে কমন পাবো নাকি অন্য কিছু পড়তে হবে? এই অধমরে উদ্ধার করেন ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩৪ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.