আমাদের কথা খুঁজে নিন

   

জামায়াত ছাড়া বিএনপি জাসদ ছাড়া আওয়ামী লীগ ক্ষমতায় আসেনি

জামায়াতের সাহায্য ছাড়া বিএনপি আর জাসদের সাহায্য ছাড়া আওয়ামী লীগ ক্ষমতায় আসেনি বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি আরও বলেন, 'খালেদা জিয়া নির্দলীয় সরকারের পক্ষে আন্দোলন করছেন। কিন্তু নির্দলীয় সরকারের অধীনে এর আগে কোনো নির্বাচনের ফলই পরাজিত পক্ষ মেনে নেয়নি। তাই জাতীয় নির্বাচন নিয়ে স্থায়ী সমাধান হওয়া উচিত। ' রাজধানীতে প্রেস ইনস্টিটিউট মিলতায়নে গতকাল সাংবাদিকদের এক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে তথ্যমন্ত্রী এ কথা বলেন।

নির্দলীয় সরকারের বিকল্প প্রস্তাব দেওয়ার জন্যও তিনি বিরোধী দলের প্রতি আহ্বান জানান। মন্ত্রী বলেন, 'গণতন্ত্রের সঙ্গে তেঁতুল হুজুর, জঙ্গিবাদ যায় না। নির্বাচনের আগে এদের বর্জনের চুক্তি চাই। এ ছাড়া গণতন্ত্র শক্তিশালী হতে পারে না। ' 'তথ্য অধিকার আইন ২০০৯' শীর্ষক কর্মশালার আয়োজন করে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।

সংগঠনের সভাপতি শাহেদ চৌধুরী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। তথ্যমন্ত্রী বলেন, 'ঐক্যের অংশীদারিত্ব ছাড়া খালেদা জিয়া বা শেখ হাসিনা কেউই প্রধানমন্ত্রী হননি। জামায়াতের সাহায্য ছাড়া বিএনপি আর জাসদের সাহায্য ছাড়া আওয়ামী লীগ ক্ষমতায় আসেনি। এ কারণে আমি জামায়াতকে বিএনপির দালাল বলব না। এমনকি এরশাদও হাসিনার দালাল নন।

কারণ ঐক্য আর দালালি এক নয়। ' নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর বেশি সফরসঙ্গী নিয়ে গণমাধ্যমে খবর প্রসঙ্গে ইনু বলেন, 'এর মধ্যে ৪১ জনই ব্যবসায়ী। তারা নিজের টাকায় গেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ১০, প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১০ জন এবং বাকিরা প্রধানমন্ত্রীর কাজের সহযোগী। তবে ৯ জন সংসদ সদস্য ও বাকি ২৭ জনের যাত্রা বিষয়ে গণমাধ্যম প্রশ্ন তুলতে পারে।

' তথ্যমন্ত্রী বলেন, 'শীঘ্রই সাইবার ক্রাইম রোধে আইন প্রণয়ন করা হবে। কারণ তথ্যপ্রযুক্তি কাচের ঘর তৈরি করে। সেখানে বসবাস করে শিশু, নারী, রাষ্ট্র, ব্যক্তি ও প্রতিষ্ঠান। তাদের রক্ষায় কাজ করতে হবে। ' তিনি গণমাধ্যম কর্মীদের উদ্দেশে বলেন, 'সত্য খবর প্রকাশ, শিশুর নিরাপত্তা ও নারীর সম্মান রক্ষায় সাংবাদিকরা দায়বদ্ধ।

মিথ্যা তথ্য, গুজব, খণ্ডিত বা অর্ধসত্য তথ্য প্রচার থেকে বিরত থাকতে হবে। ' ডিআরইউ সাধারণ সম্পাদক ইলিয়াস খান অনুষ্ঠান পরিচালনা করেন। আরও বক্তব্য দেন প্রধান তথ্য কমিশনার মো. ফারুক, পিআইবি মহাপরিচালক শাহ আলমগীর, বিএফইউজের একাংশের মহাসচিব শওকত মাহমুদ, সাংবাদিক নেতা আবদুল জলিল ভঁূইয়া, জার্মান দূতাবাসের প্রেস সচিব মাথিয়াস মরিস কেলার, ফেডারিক নিউম্যান ফাউন্ডেশনের (এফএনএফ) কান্ট্রি ডিরেক্টর নাজমুল হোসাইন, কর্মশালার সমন্বয়ক মাহফুজা জেসমিন প্রমুখ। তথ্য মন্ত্রণালয়, তথ্য কমিশন ও এফএনএফের সহযোগিতায় এ কর্মশালায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ডিআরইউর সদস্যরা অংশ নেন।

 

 



সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.