স্মারক নং-বাডিইপেছাশিসপ/২০১৩/ তারিখ : ২৯/৯/২০১৩ইং
প্রেস বিজ্ঞপ্তি
পলিটেকনিক শিক্ষার্থীদের ওপর পলিশী হামলার তীব্র নিন্দা জ্ঞাপন
ন্যায়সঙ্গত দাবি মেনে পলিটেকনিক শিক্ষা
ব্যবস্থা রক্ষার জন্য সরকারের প্রতি আহ্বান
প্রধানমন্ত্রীর নির্দেশনা ও আন্ত:মন্ত্রণালয় কমিটির সপারিশের আলোকে
২০০৮ সালের বিতর্কিত গেজেট সংশোধন করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের
অন্তর্ভক্ত করে ইঞ্জিনিয়ারিংয়ের সংজ্ঞা পননির্ধারণ এবং ছাত্র ছাত্রীদের বত্তি ও
প্রশিক্ষণ ভাতা বদ্ধিসহ ২ দফা দাবিতে বিক্ষদ্ধ পলিটেকনিক শিক্ষার্থীদের
শান্তিপর্ণ পরীক্ষা বর্জন কর্মসচিতে বিনা উস্কানিতে দেশব্যাপী শিক্ষার্থীদের
ওপর পলিশের বেধড়ক লাঠিচার্জ, টিয়ার সেল নিক্ষেপ, গুলি বর্ষণ ও
গ্রেফতারের তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং
পেশাজীবী-ছাত্র শিক্ষক সংগ্রাম পরিষদ এবং বাংলাদেশ কারিগরি ছাত্র
পরিষদ (বাকাছাপ)। ২৯ সেপ্টেম্বর বিকেলে আইডিইবি ভবনে উভয় সংগঠনের জরুরী যৌথ সংবাদ সম্মেলন থেকে পলিশী
হামলার নিন্দা ও গ্রেফতারকত ছাত্র ও সদস্যদের অবিলম্বে নি:শর্ত মক্তি ও পলিশি হামলার সষ্ঠ তদন্তের দাবি জানানো হয়।
জরুরী সংবাদ সম্মেলনে সংগ্রাম পরিষদের সদস্য সচিব খন্দকার মাইনর রহমান ও বাকাছাপের আহ্বায়ক মোঃ জাকির
হোসেন সাগর জানান স্ব অস্তিত্ব রক্ষায় পর্বঘোষণা অনযায়ী ৪ শতাধিক পলিটেকনিকের শিক্ষার্থীরা পরীক্ষা বর্জন করে দাবি
আদায়ে সরকারের দষ্টি আকর্ষণের জন্য পলিটেকনিকসমহে শান্তিপর্ণ অবস্থান কর্মসচি পালন করে। শিক্ষার্থীদের শান্তিপর্ণ
কর্মসচি চলাকালে ঢাকা, কমিল্লা, বগুড়া, রংপর, পটয়াখালী, সিরাজগঞ্জ, মাগুরা, নোয়াখালী, কিশোরগঞ্জ, শেরপর,
ফরিদপর, ফেনী, চট্টগ্রাম, বরিশালে পলিশের মারমখী হামলায় শত শত শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে এবং অনেককে
গ্রেফতার করা হয়েছে। তারা বলেন, স্বাধীন দেশের পলিশ বাহিনী এধরনের বর্বোরচিত হামলা ও গ্রেফতার পাকিস্তানি দখল
বাহিনীর আক্রমণকে স্মরণ করিয়ে দেয়।
নেতবন্দ অবিলম্বে গ্রেফতারকতদের নি:শর্ত মক্তিদানসহ আহতদের সচিকিৎসা
নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। তারা দাবি বাস্তবায়নে সরকারের সস্পষ্ট প্রজ্ঞাপন না আসা পর্যন্ত
আন্দোলন চালিয়ে যাবার প্রত্যয় ঘোষণা করেন। কর্মসচির মধ্যে আগামীকাল ৩০ সেপ্টেম্বর সকল পলিটেকনিক
ইনস্টিটিউটে প্রতিবাদ সমাবেশ, ১ অক্টোবর সকাল ১১টায় সচিবালয় অভিমখে বিক্ষোভ মিছিল, এবং জনপ্রশাসন, গণপর্ত,
অর্থ ও শিক্ষা সচিব বরাবর স্মারকলিপি প্রদান, বাকাছাপ কর্তক ৬ অক্টোবর ডিগ্রি ইঞ্জিনিয়ারদের সংগঠন আইইবি ভবন
ঘেরাও, ৩ অক্টোবর জাতীয় সংসদ অভিমখে মিছিল ও সংসদ নেতা, স্পিকার বরাবর স্মারকলিপি প্রদান এবং ৮ অক্টোবর
জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতীক অনশন। এছাড়া বাকাছাপের পর্বঘোষিত পরীক্ষা বর্জনসহ অন্যান্য কর্মসচি অব্যাহত
থাকবে।
নেতবন্দ আশা প্রকাশ করেন, শিক্ষার্থীদের ন্যায্য দাবি আদায়কে কেন্দ্র করে পলিটেকনিক শিক্ষা ব্যবস্থায় যে অচলাবস্থা
সষ্টি হয়েছে, তা এ শিক্ষাকে ধ্বংস করে দেবে।
তাই বিলম্ব না করে শিক্ষার্থীদের ন্যায্য দাবি, যা সরকার মেনে নিয়েছে, তা
জরুরী ভিত্তিতে বাস্তবায়ন করে শিক্ষাঙ্গন ও কর্মক্ষেত্র সচল রাখার জন্য সরকার প্রধানের নিকট অনরোধ জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন সংগ্রাম পরিষদের সদস্য সচিব খন্দকার মাইনর রহমান। বিভিন্ন প্রশ্নের
উত্তর দেন আহ্বায়ক মোঃ ফজলল হক মল্লিক, বাংলাদেশ প্রাইভেট পলিটেকনিক ইনস্টিটিউট ওনার্স এসোসিয়েশনের
সাধারণ সম্পাদক সোহেলী ইয়াসমীন, বাকাছাপের আহ্বায়ক মোঃ জাকির হোসেন সাগর ও সদস্য সচিব মোঃ কাউছার
আহমেদ রুবেল।
(মোঃ জাকির হোসেন সাগর) (খন্দকার মাইনর রহমান)
আহ্বায়ক সদস্য সচিব
বাংলাদেশ কারিগরি ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটি, সংগ্রাম পরিষদ
বার্তা সম্পাদক, সংবাদ হিসেবে প্রকাশের অনরোধসহ প্রেরিত হল।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।