লক্ষ্মীপুরে নারীর অগ্রযাত্রা আরো গতিশীল ও বেগবান করার লক্ষ্যে আজ সোমবার সকাল ১০টা ঘণ্টাব্যাপী বিশাল এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। জেলা প্রশাসন, জাতীয় মহিলা অধিদপ্তর ও মহিলা সংস্থা জেলা শাখার উদ্যোগে সদর উপজেলা চন্দ্রগঞ্জ বাজার থেকে রায়পুরের রাখালিয়া বাজার পর্যন্ত ২৫ কিলোমিটার এলাকা জুড়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এ সময় বক্তব্য রাখেন- জেলা প্রশাসক একে এম মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক নুরে আলম ছিদ্দিকী, সদর উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান ফরিদা ইয়াসমীন লিকা, মহিলাবিষয়ক কর্মকর্তা মাহবুবুল আলম, জেলা তথ্য কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন প্রমুখ।
মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১০ হাজার শিক্ষক ও শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।