আমাদের কথা খুঁজে নিন

   

চ্যাম্পিয়ন্স লিগ: এমিরেটসে কঠিন লড়াইয়ের আভাস

এই এমিরেটস স্টেডিয়ামেই মঙ্গলবার রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে মুখোমুখি হবে নাপোলি ও আর্সেনাল। ‘এফ’ গ্রুপের প্রথম রাউন্ডে ২-১ গোলে জিতেছিল দুটি দলই; আর্সেনাল হারিয়েছিল অলিম্পিক মার্সেইকে আর নিজেদের মাঠে নাপোলি হারিয়েছিল গতবারের রানার্সআপ বরুসিয়া ডর্টমুন্ডকে।
ঘরোয়া লিগেও দল দুটি আছে জয়ের ধারায়। ইংলিশ প্রিমিয়ার লিগে প্রথম ম্যাচ হারলেও পরের পাঁচটি ম্যাচ টানা জিতে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে আর্সেনাল। আর ইতালির সেরি-আয় এখন পর্যন্ত অপরাজিত নাপোলি আছে দ্বিতীয় স্থানে।


ফুটবলপ্রেমীদের কাছে ম্যাচটির আকর্ষণ বাড়ছে আরো একটি কারণে- রিয়াল মাদ্রিদের সাবেক দুই সতীর্থ গনসালো হিগুয়াইন ও মেসুত ওজিল এখানে লড়বেন একে অপরের বিপক্ষে। হিগুয়াইন নাপোলিতে আর ওজিল যোগ দিয়েছেন আর্সেনালে।
এর আগে গত অগাস্টের এক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই দল, খেলাটি ২-২ গোলে ড্র হয়।
'এফ' গ্রুপের অন্য ম্যাচে মুখোমুখি লড়বে বরুসিয়া ও মার্সেই।
আর্সেনাল-নাপোলির বড় ম্যাচের দিন মাঠে নামবে জনপ্রিয় দুই দল এসি মিলান ও বার্সেলোনাও।

‘এইচ’ গ্রুপের প্রথম রাউন্ডে মিলান ২-০ গোলে সেল্টিককে আর বার্সা ৪-০ গোলে হারিয়েছিল আয়াক্স আমস্টারডামকে।
তবে জয়ের সে ধারা ধরে রাখতে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে লা লিগা চ্যাম্পিয়ন বার্সাকে। প্রতিপক্ষ হিসেবে স্কটল্যান্ডের দল সেলটিক খুব একটা বড় নাম হয়ত নয় কিন্তু মুল ভরসা লিওনেল মেসিকে ছাড়াই যে খেলতে হবে বার্সাকে। টানা চারবারের ফিফা বর্ষসেরা মেসি পেশির চোটে প্রায় তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে পড়েছেন।     
তাছাড়া স্কটিশ চ্যাম্পিয়ন সেল্টিক ম্যাচটি খেলবে নিজেদের মাঠে।


গ্রুপের অপর ম্যাচে মিলান খেলবে ইউরোপের এক সময়ের সাড়া জাগানো দল আয়াক্সের বিপক্ষে। বার্সার সমান চারবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে তারা। তবে দলটি শেষবার চ্যাম্পিয়ন হয়েছে সেই ১৯৯৫ সালে।
‘ই’ গ্রুপের ম্যাচে চেলসি খেলবে রোমানিয়ার স্টুয়া বুকুরেশ্টের বিপক্ষে। প্রথম রাউন্ডে সুইজারল্যান্ডের দল বাসেলের কাছে ২-১ গোলে অঘটনের শিকার হওয়া চেলসি এ ম্যাচে ঘুরে দাঁড়াতে প্রত্যয়ী।


এই গ্রুপের অপর ম্যাচে বাসেলের প্রতিপক্ষ জার্মানির শালকে। প্রথম ম্যাচে বুকুরেশ্টকে ৩-০ গোলে হারিয়েছিল শালকে।
গ্রুপ ‘জি’তে লা লিগায় এখন পর্যন্ত অপরাজিত দল আতলেতিকো মাদ্রিদ খেলবে পর্তুগালের পোর্তোর বিপক্ষে। শনিবার রাতে রিয়াল মাদ্রিদকে ১-০ গোলে হারিয়ে নিজেদের শক্তির প্রমাণ রেখেছে স্পেনের দলটি।
অন্য ম্যাচে রাশিয়ার জেনিত সেন্ট পিটার্সবার্গ খেলবে অস্ট্রিয়া ভিনের বিপক্ষে।


জেনিত-অস্ট্রিয়া ভিনের ম্যচটি ছাড়া সবগুলো ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত পৌনে একটায়।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.