আমাদের কথা খুঁজে নিন

   

মোজিলা সামিট-২০১৩: সেভেন্টি টু আওয়ারস অফ ম্যাজিক

আগামী ৪ থেকে ৬ অক্টোবর একযোগে তিনটি দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে 'মোজিলা সামিট-২০১৩'। এতে বাংলাদেশসহ সারা পৃথিবীর প্রায় ১০০০ মোজিলিয়ান অংশগ্রহণ করছে। একই সাথে মোজিলার প্রায় ৯ শতাধিক কর্মকর্তা ও কর্মচারী অংশ নিচ্ছে।

উক্ত অনুষ্ঠানে মোজিলার নতুন মোবাইল অপারেটিং সিস্টেম (ফায়ারফক্সওএস), সংশ্লিষ্ট মোবাইল অ্যাপ্লিকেশন তৈরীসহ মোজিলার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হবে।

মার্কিন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো, বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস এবং কানাডার টরোন্টোতে একযোগে অনুষ্ঠিত হবে 'মোজিলা সামিট-২০১৩'।

এবারের সামিটের মূল উদ্দেশ্য হচ্ছে মোজিলা মিশনকে সমান্তরালে রেখে, সকল মোজিলিয়ানদের একক বন্ধনে যুক্ত করে, সকলের অংশগ্রহণে একটি ভবিষ্যত লক্ষ্য তৈরী করা। সামিট শেষে, সেই লক্ষ্য অর্জনে, সুদৃঢ়, নির্দিষ্ট ও পার্থিব একটি কর্ম পরিকল্পনাও পাওয়া যাবে। মোজিলিয়ানরা পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে, সেই লক্ষ্য অর্জন করতে সক্ষম হবে।

সোর্স: http://www.bd-pratidin.com/     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.